ভেনেজুয়েলায় নজিরবিহীন হস্তক্ষেপের পর এবার কিউবার শাসনব্যবস্থায় পরিবর্তন আনতে সক্রিয় হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল–এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, চলতি বছরের শেষ নাগাদ কিউবার বর্তমান রাজনৈতিক কাঠামো ভেঙে দেওয়ার পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন।

প্রতিবেদনে বলা হয়, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার সাম্প্রতিক সাফল্যে উৎসাহিত হয়ে ওয়াশিংটন এখন কিউবার বিরুদ্ধে অর্থনৈতিক চাপ ও অভ্যন্তরীণ অস্থিতিশীলতা তৈরির কৌশল গ্রহণ করেছে।
মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর ধারণা, কিউবার দীর্ঘদিনের প্রধান জ্বালানি সরবরাহকারী দেশ ভেনেজুয়েলার ওপর মার্কিন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হওয়ায় হাভানার অর্থনীতি চরম সংকটে পড়েছে।
বর্তমানে কিউবায় তীব্র খাদ্য সংকট, ওষুধের ঘাটতি এবং ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে। মার্কিন কর্মকর্তাদের মতে, ভেনেজুয়েলার তেলের ওপর নির্ভরশীল কিউবার অর্থনীতি খুব শিগগিরই পুরোপুরি ধসে পড়তে পারে।
যদিও কিউবার বিরুদ্ধে সরাসরি সামরিক অভিযানের কোনো সুনির্দিষ্ট পরিকল্পনার কথা জানানো হয়নি, তবে হোয়াইট হাউস কিউবার প্রশাসনের ভেতর থেকেই এমন ব্যক্তিদের খোঁজ করছে, যারা মার্কিন স্বার্থে সহযোগিতা করতে পারে। ভেনেজুয়েলার অভিজ্ঞতা থেকেই এই ‘ভেতরের লোক’ খোঁজার কৌশল গ্রহণ করেছে ওয়াশিংটন।
এই প্রক্রিয়ার অংশ হিসেবে মার্কিন সামরিক বাহিনী ইতোমধ্যে ভেনেজুয়েলার সঙ্গে সংশ্লিষ্ট তেলবাহী ট্যাঙ্কার জব্দ করা শুরু করেছে। এর মূল লক্ষ্য হলো কিউবার সঙ্গে ভেনেজুয়েলার জ্বালানি সংযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করা।
এদিকে কিউবার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এই আক্রমণাত্মক অবস্থান নিয়ে খোদ মার্কিন প্রশাসনের মধ্যেই মতভেদ দেখা দিয়েছে। ফ্লোরিডায় বসবাসরত কিউবান প্রবাসীরা কঠোর পদক্ষেপের পক্ষে থাকলেও প্রশাসনের একটি অংশ ১৯৫৯ সালের পর কিউবার বিরুদ্ধে মার্কিন নীতির ব্যর্থতার ইতিহাস স্মরণ করিয়ে দিচ্ছে। তাদের মতে, কয়েক দশক ধরে চলা অর্থনৈতিক অবরোধও কিউবার কমিউনিস্ট সরকারকে উৎখাত করতে পারেনি।
তবে এসব আপত্তি সত্ত্বেও প্রেসিডেন্ট ট্রাম্প কিউবার নেতৃত্ব উৎখাত করাকে তার পররাষ্ট্রনীতির বড় সাফল্য হিসেবে দেখছেন। স্টেট ডিপার্টমেন্ট ও হোয়াইট হাউসের পক্ষ থেকে ইতোমধ্যে কিউবাকে হুমকি দেওয়া হয়েছে। জবাবে কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-ক্যানেল স্পষ্টভাবে জানিয়েছেন, কোনো ধরনের ভয়ভীতি বা চাপের কাছে কিউবা মাথা নত করবে না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


