রাশিয়া শনিবার ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের নিন্দা জানিয়ে মার্কিন বাহিনীর হাতে নিকোলাস মাদুরো আটক হওয়ার বিষয়ে ‘তাৎক্ষণিক’ ব্যাখ্যা দাবি করেছে।

দক্ষিণ আমেরিকায় ভেনেজুয়েলা রাশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র, যদিও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত বাঁধলে কারাকাসকে সামরিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি মস্কো এখনো দেয়নি।
শনিবার ভোরে জারি করা এক বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ‘যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার বিরুদ্ধে সশস্ত্র আগ্রাসন চালিয়েছে। এটি অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়।’
পরে দেওয়া আরেক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, আজকের যুক্তরাষ্ট্রের আগ্রাসনের ফলে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে জোরপূর্বক দেশ ছাড়তে হয়েছে—এমন প্রতিবেদনে তারা ‘চরমভাবে উদ্বিগ্ন’।
বিবৃতিতে বলা হয়, ‘আমরা পরিস্থিতির তাৎক্ষণিক ব্যাখ্যা চাই।’
গত মাসে রাশিয়া মাদুরোর প্রতি সমর্থন আরো একবার পুনর্ব্যক্ত করেছিল এবং ২০২৪ সালের বিতর্কিত নির্বাচনে বিজয়ের পর তাকে অভিনন্দন জানানো অল্প কয়েকটি দেশের একটি ছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


