ভেনেজুয়েলার উপকূলে সন্দেহভাজন মাদক পাচারকারীদের একটি নৌকায় যুক্তরাষ্ট্রের হামলায় ছয়জন নিহত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার (১৪ অক্টোবর) এই হামলার ঘটনা ঘটে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়ানোর অংশ হিসেবে এটি ছিল সর্বশেষ অভিযান।
ট্রাম্প তার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যাল-এ জানান, এই হামলাটি একটি ‘সন্ত্রাসী সংগঠন’ লক্ষ্য করে পরিচালিত হয়। তবে তিনি কোন সংগঠনকে লক্ষ্য করা হয়েছে তা উল্লেখ করেননি।
ট্রাম্প বলেন, ‘গোয়েন্দা তথ্য নিশ্চিত করেছে যে নৌযানটি মাদক পাচারে জড়িত ছিল এবং এটি আন্তর্জাতিক অপরাধ ও সন্ত্রাসী নেটওয়ার্কের সঙ্গে যুক্ত।’ তবে তিনি কোনো প্রমাণ প্রকাশ করেননি।
প্রায় ৩০ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ ট্রাম্প নিজেই পোস্ট করেছেন, যেখানে দেখা যায় পানির ওপর একটি স্থির নৌযানকে প্রক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করা হয় এবং পরক্ষণেই তা বিস্ফোরিত হয়।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর কংগ্রেসকে জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প নির্ধারণ করেছেন যে যুক্তরাষ্ট্র এখন ‘অসামরিক আন্তর্জাতিক সশস্ত্র সংঘাত’-এর মধ্যে রয়েছে, যার লক্ষ্য মাদক চক্রগুলোকে দমন করা।
আইন বিশেষজ্ঞদের কেউ কেউ বলছেন, সাগরে সন্দেহভাজন মাদক পাচারকারীদের হত্যা করে আটক না করার যে আইনি যুক্তি ট্রাম্প প্রশাসন দিচ্ছে, তা আন্তর্জাতিক যুদ্ধ আইনের শর্ত পূরণ করে না।
দক্ষিণ ক্যারিবীয় এলাকায় বর্তমানে বড় পরিসরে মার্কিন সামরিক মোতায়েন চলছে। পুয়ের্তো রিকোতে এফ-৩৫ যুদ্ধবিমান ছাড়াও সেখানে আটটি মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েন রয়েছে, যেগুলোতে কয়েক হাজার নৌসেনা ও মেরিন সদস্য রয়েছে। এছাড়া একটি পারমাণবিক শক্তিচালিত সাবমেরিনও অবস্থান করছে এলাকাটিতে।
মার্কিন প্রশাসন এর আগের হামলাগুলোর সম্পর্কেও খুব কম তথ্য দিয়েছে—যেমন নিহতদের পরিচয় বা নৌযানের মালামালের বিস্তারিত কিছুই প্রকাশ করা হয়নি।
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র তার সরকারকে উৎখাতের চেষ্টা করছে। গত আগস্টে ওয়াশিংটন মাদুরোর গ্রেপ্তারে সহায়তার তথ্যদাতাকে দেওয়ার পুরস্কার দ্বিগুণ বাড়িয়ে ৫ কোটি ডলার ঘোষণা করে।
যুক্তরাষ্ট্র তাকে মাদক পাচার ও অপরাধচক্রের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে অভিযুক্ত করেছে, যদিও মাদুরো এসব অভিযোগ অস্বীকার করেছেন।
সূত্র: রয়টার্স
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।