বিনোদন ডেস্ক: জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন অভিনেতা ধানুশ।
একা পথচলার এই অধ্যায়। তবে কখনও কখনও সঙ্গী তাঁর দুই সন্তান। ১৮ বছরের দাম্পত্য ভাঙার পর পুরোপুরিই কাজে মগ্ন তিনি। বছরের শুরুতে রজনীকান্ত কন্যা ঐশ্বর্যের সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করার পর এই প্রথমবার জনসমক্ষে এলেন ধানুশ। তাঁদের বিচ্ছেদের ঘোষণার পর কম জল্পনা, গুঞ্জন রটেনি। সেই গুঞ্জন কিছুটা কমতেই দুই ছেলেকে নিয়ে এক অনুষ্ঠানে দেখা গেল ধানুশকে।
চেন্নাইয়ে ইলায়া রাজার গানের কনসার্টে দর্শকাসনে বসে থাকতে দেখা গেছে ধানুশকে। পাশে তাঁর দুই ছেলে যাত্রা ও লিঙ্গা। শুধু উপস্থিতই থাকেননি। অনুষ্ঠানে নিজেও গান গেয়েছেন তিনি। বলাই বাহুল্য, দীর্ঘদিন পর আবারও শ্রোতাদের মাতিয়ে তুলেছেন, সেই সঙ্গে ভক্তদের মন জয় করেছেন ধানুশ। ইতিমধ্যেই অনুষ্ঠানের বিভিন্ন ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
বিচ্ছেদের পর ধানুশ যেমন অভিনয়ে মন দিয়েছেন, তেমনই ঐশ্বর্য মিউজিকের কেরিয়ারে ব্যস্ত। সম্প্রতি ঐশ্বর্যের একটি গানের ভিডিও মুক্তি পেয়েছে। চলতি সপ্তাহের শুরুর দিকে টুইটারে প্রাক্তন স্ত্রী ঐশ্বর্যকে অভিনন্দন জানিয়েছেন ধানুশ। বন্ধু বলে সম্বোধন করেছেন টুইটে। প্রসঙ্গত, ২০০৪ সালে গাঁটছড়া বেঁধেছিলেন ঐশ্বরিয়া-ধানুশ। ২০২২ সালের জানুয়ারিতে বিচ্ছেদ ঘোষণা করেন তাঁরা। মেয়ের সংসার যাতে না ভাঙে তার জন্য বহু চেষ্টা করেছিলেন রজনীকান্ত। ধানুশকে বোঝানোর চেষ্টা করেছিলেন তাঁর বাবাও। ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, কাজের ব্যস্ততার কারণে পরিবারে ধানুশ ঠিকমতো সময় দিতে না পারার জন্য এই বিচ্ছেদ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।