নেত্রকোনার আটপাড়ায় ভিজিএফ-এর চাল নিতে আসা এক কিশোরকে (১৭) লাঠি দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুয়েল সাংমার বিরুদ্ধে। ইতোমধ্যে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
নেত্রকোনার আটপাড়া উপজেলার বানিয়াজান ইউনিয়ন পরিষদের ভিজিএফ এর চাল বিতরণের সময় এক কিশোরকে বেধরক মারধার করার অভিযোগ উঠেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুয়েল সাংমার বিরুদ্ধে।
মঙ্গলবার (১২ আগস্ট) ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তার মারধরের একটি ভিডিও ভাইরাল হয়।
ভিডিওতে দেখা যায় আটপাড়ার ইউএনও রুয়েল সাংমা একটি লাঠি দিয়ে বেধড়ক মারধর করছেন এক কিশোরকে। একপর্যায়ে তিনি ক্লান্ত হয়ে মাটিতে পড়ে যান। সেখানে থাকা অন্য সরকারি কর্মকর্তারাও তাকে আটকে রাখতে পারেননি, তিনি কারো কথা না শুনে পিঠিয়ে আহত করেন কিশোরকে।
ভিডিও ভাইরাল হওয়ার পর ঘটনাটির খোঁজ নিয়ে জানা যায়- গত ২৪ মার্চ বিজিএফ চাল বিতরণের সময় আটপাড়া উপজেলার বানিয়াজান ইউনিয়ন পরিষদের ভেতরে এ ঘটনা ঘটে। ভিজিএফ চাল বিতরণের সময় উপজেলার বিষ্ণপুর গ্রামের হতদরিদ্র শহিদ মিয়ার ছেলে দুর্জয় ভিড়ের মধ্যে চাল আনতে গেলে ইউএনওর শরীরের সঙ্গে ধাক্কা লাগে ওই কিশোরের। এই অপরাধে তাকে প্রথমে জনসম্মুখে চর থাপ্পড় দেন ও পরে পরিষদের ভেতরেই আনছার সদস্যের কাছ থেকে লাঠি নিয়ে নিজেই দুর্জয়কে বেধড়ক পেটাতে থাকেন। মারধরের পর ওই কিশোরকে একটি কক্ষে চার ঘণ্টা আটক রাখার পর পরিবারের অনুরোধে তাকে ছেড়ে দেন অভিযুক্ত ইউএনও।
এ ঘটনায় ভুক্তভোগী গত ৭ আগস্ট জেলা প্রশাসকের বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে নেত্রকোনার জেলা প্রশাসক বনানী বিশ্বাস ও আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুয়েল সাংমা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। পরে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কল রিসিভ করেননি।
সূত্র : বাংলানিউজ২৪