Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home ভুল করার পর বান্দা তওবা করলে আল্লাহ খুশি হন
    ইসলাম ধর্ম

    ভুল করার পর বান্দা তওবা করলে আল্লাহ খুশি হন

    Mynul Islam NadimNovember 27, 20244 Mins Read
    Advertisement

    লাইফস্টাইল ডেস্ক : কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে নয়। তবে সে ব্যক্তিই উত্তম যে ভুল করার পর তওবা করে। আমাদের সবারই ত্রুটিবিচ্যুতি রয়েছে। কখনো মুখ ফসকে মুখের দ্বারা গুনাহ হয়েছে। কারও সমালোচনা করছি, কাউকে গালি দিয়েছি, কখনো অন্যায়ভাবে অন্যের সম্পদের দিকে হাত বাড়িয়েছি, কখনো এমন জিনিসের দিকে তাকিয়েছি যা আল্লাহ অসন্তুষ্ট হন। সর্বোপরি আল্লাহর সঙ্গে শিরক করেছি।

    doa

    সালাত, জাকাত আদায় করিনি উপরিউক্ত সব কবিরা গুনাহের মুক্তি পাওয়ার একমাত্র উপায় হচ্ছে তওবা। এ জন্য দয়াময় আল্লাহতায়ালা বান্দাদের ওপর তওবা অপরিহার্য করে দিয়েছেন। তিনি বলেছেন, ‘হে মুমিনগণ তোমরা আল্লাহর কাছে তওবা কর, বিশুদ্ধ তওবা যাতে তোমরা সাফল্য লাভ করতে পার (সুরা নুর-১০)। শিরককারী, সালাত, জাকাত পরিত্যাগকারী সীমা লঙ্ঘনকারী অন্যের সম্পদ হরণকারী, অপবাদকারীসহ সব ধরনের কৃত পাপের জন্য তওবা করা যে অপরিহার্য এবং আল্লাহ সব পাপকারীদের তওবা কবুল করার প্রতিশ্রুতি দিয়েছেন তা তিনি যথাক্রমে কুরআনুল করিমের সুরা ফুরকান আয়াত নং ৭০, নুর-১০ তাহরিম-৮, তওবার-১১, নুর-৫ মায়িদা এর ৩৯নং আয়াতে উল্লেখ করেছেন।

    বিশ্বনবী মুহাম্মদুর রসুলুল্লাহ (সা.) বলেছেন, কুরআন মজিদে মানবজাতির জন্য সবচেয়ে আশাব্যঞ্জক আয়াত হচ্ছে ‘হে আমার বান্দা তোমরা যারা নিজেদের প্রতি জুলুম করেছ তারা আমার রহমত প্রাপ্তি থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ তোমাদের সক গুনাহ ক্ষমা করে দিবেন। তিনি ক্ষমাশীল পরম করুণাময় (সুরা যুমার-৫৩)। এই সব বাণী দ্বারা আল্লাহ আমাদের তওবা করতে উদ্বুদ্ধ করেছেন। সুস্পষ্টভাবে প্রমাণিত হয় যে আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন। বান্দা যখন তার অপরাধের জন্য অনুশোচনায় দগ্ধ হয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে তখন তিনি অত্যন্ত আনন্দিত হন।

    রসুল (সা.)-এর খাদেম আনাস বিন মালেক (রা.) বর্ণিত, কোনো লোক বিজন মরুভূমিতে তার উট হারিয়ে যাওয়ার পর পুনরায় তা ফেরত পেলে যে পরিমাণ আনন্দে উদ্বেলিত হয় মহান আল্লাহ বান্দার তওবাতে তার চেয়ে বেশি আনন্দিত হন। আপনি ও আমি নিজে অনুভব করি যে আমরা এমন এক মরুভূমিতে একাকী অবস্থান করছি যেখানে আশপাশে কোনো মানুষ নেই। নেই কোনো খাদ্যপানীয়। এমন জনমানবহীন মরুভূমিতে সঙ্গের বাহন উট হারিয়ে গিয়েছে যে উটের পৃষ্ঠে খাদ্যপানীয় মজুত ছিল। অনেক খোঁজাখুঁজির করেও উটের হদিস না পেয়ে বেঁচে থাকার সব আশা ত্যাগ করে কোনো একটি গাছের নিচে শুয়ে অনিবার্য মৃত্যুর প্রহর গুনছি। এমন পরিস্থিতিতে চোখ খুলে যদি দেখতে পাই উটটি সামনে দাঁড়িয়ে আছে। সহীহ মুসলিমে বলা হয়েছে, এরূপ মৃত্যুর দুয়ার থেকে পুনর্জীবন লাভকারী ব্যক্তির খুশির চেয়ে তওবাকারীর তওবাতে আল্লাহ খুশি হন। এটা মূলত আল্লাহর সীমাহীন দয়া ও অনুগ্রহের অনুপম প্রমাণ বহন করে। তিনি এ কারণে বান্দার তওবাতে আনন্দিত হন না যে আমাদের তওবা তাঁর কাছে বড় প্রয়োজন। তিনি এসব থেকে অমুখাপেক্ষী বরং এটা তাঁর অন্তহীন দয়া। অপরিসীম ক্ষমা ও অনুপম ভালোবাসার বহিঃপ্রকাশ। সুতরাং আমরা আর কালবিলম্ব না করে আল্লাহর দিকে ছুটে আসি এবং অনুতপ্ত হৃদয়ে তওবা করি। মহান আল্লাহ ক্ষমাশীল তিনি আমাদের ক্ষমা করতে চান। তিনি দিনের অপরাধীকে রাত পর্যন্ত এবং রাতের অপরাধীকে দিনভর ক্ষমা করার জন্য তাঁর হস্ত প্রসারিত করে রাখেন। রসুল (সা.)-কে এ ক্ষেত্রে আমাদের অনুসরণ করতে হবে। আবু হুরাইরা (রা.) বর্ণিত তিনি বলেন আমি রসুল (সা)-কে বলতে শুনেছি আল্লাহর শপথ আমি দিনে ৭০ বারের অধিক আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করি। অপর এক সহীহ হাদিসে ১০০ বারের কথা উল্লেখ আছে।

    তওবা করলে তিনটি বড় বড় উপকারিতা লাভ হয়। যথা : (১) আল্লাহ ও তাঁর রসুলের নির্দেশ পালন। এই নির্দেশ পালনে রয়েছে ইহকাল ও পরকালের পরম সৌভাগ্য; সমৃদ্ধি ও কল্যাণ। (২) রসুল (সা.) অনুসরণের মাধ্যমে আল্লাহর ভালোবাসা অর্জন করা যায়। (৩) তওবার মাধ্যমে গুনাহ কেবল মোচন করা হয় না বরং সেগুলো নেকিতে রূপান্তরিত করে দেওয়া হয় (ফুরকান-৭০) গুনাহ থেকে তওবা করলে তা কবুল হয় যদিও গুনাহ বারবার সংঘটিত হয় (সহীহ মুসলিম-৪৯৫৪)।

    শিক্ষক নিয়োগ দেবে শেখ হাসিনা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ

    তাই আমাদের কালবিলম্ব না করে পাপে পুতি দুর্গন্ধময় জগৎ থেকে বের হয়ে অনাবিল সুন্দর ও আলোকিত ভুবনের দিকে ফিরে আসার জন্য তওবা করা উচিত। আমাদের উচিত আল্লাহর ডাকে সাড়া দিয়ে চির শান্তির নীড় জান্নাতের দিকে ধাবিত হওয়া। তাই আসুন অতীতে কৃত সব অপকর্ম ও গুনাহসমূহের জন্য আন্তরিকভাবে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। আল্লাহ সুবহানুতায়ালা আমাদের প্রতিদিন বেশি বেশি তওবা করার তাওফিক দান করুন।
    সৈয়দ নজরুল ইসলাম

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    ‘তওবা আল্লাহ ইসলাম করলে করার খুশি ধর্ম পর বান্দা’! ভুল ভুল করার পর বান্দা তওবা করলে আল্লাহ খুশি হন হন
    Related Posts
    দীপাবলি উৎসব

    শ্যামাপূজা ও দীপাবলি আজ

    October 20, 2025
    ইসলামী অনুশাসন

    অগ্নিদুর্ঘটনা রোধে ইসলামী অনুশাসন

    October 20, 2025
    জুমার নামাজ

    জুমার নামাজ কাদের ওপর ওয়াজিব নয়, জেনে নিন

    October 17, 2025
    সর্বশেষ খবর
    দীপাবলি উৎসব

    শ্যামাপূজা ও দীপাবলি আজ

    ইসলামী অনুশাসন

    অগ্নিদুর্ঘটনা রোধে ইসলামী অনুশাসন

    জুমার নামাজ

    জুমার নামাজ কাদের ওপর ওয়াজিব নয়, জেনে নিন

    নফল নামাজ

    নিজ ঘরে নফল নামাজ পড়ার ফজিলত ও গুরুত্ব

    ইসলাম

    অমুসলিমরা কি মসজিদে প্রবেশ করতে পারবে, যা বলছে ইসলাম

    ইস্তিগফার

    কুরআন ও হাদিসের আলোকে ইস্তিগফারের উপকারিতা

    কোরআন তিলাওয়াত

    কোরআন তিলাওয়াতকারীর বিশেষ ১০ মর্যাদা

    মুহাম্মদ (সা.)

    মুহাম্মদ (সা.)-এর রাজনৈতিক দর্শন ও রাষ্ট্র পরিচালনার নীতি

    জুমার দিন

    জুমার দিন নামাজের আগে ও পরের বিশেষ আমল

    গুনাহমুক্ত জীবন গঠনের সহজ কৌশল

    গুনাহমুক্ত জীবন গঠনের সহজ কৌশল

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.