জুমবাংলা ডেস্ক : ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ বলেছেন, ‘ছাত্র-জনতার জুলাই-আগস্ট বিপ্লবের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশের অভ্যুদয় জাতীয় জীবনে এক গুরুত্বপূর্ণ মাইলফলক। এ আন্দোলনের সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ভূমিসেবা কার্যক্রমকে হয়রানি ও ঝামেলামুক্ত নিরাপদ নাগরিকসেবা হিসেবে নিশ্চিত করতে হবে।’
আজ বুধবার ভূমি ভবন মিলনায়তনে ভূমি মন্ত্রণালয় আয়োজিত ‘ভূমি ব্যবস্থাপনায় সংস্কার’ বিষয়ে এক স্টেকহোল্ডার সেমিনারে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিনিয়র সচিব বলেন, ‘ভূমি ব্যবস্থাপনা নিয়ে জনগণের অনেক অভিযোগ-অনুযোগ রয়েছে। তবে মনে রাখতে হবে ভূমি সেবা কার্যক্রম একটি জটিল বিষয়, এতে অনেকপক্ষ জড়িত থাকে। এজন্য দৈনন্দিন কাজের কিছুটা ব্যাঘাত ঘটে থাকে। এ অবস্থা থেকে উত্তরণে ভূমি বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের আরো সৎ, দক্ষ, প্রশিক্ষিত ও ন্যায়নিষ্ঠ হতে হবে।’
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান এ. জে. এম. সালাহউদ্দিন নাগরী, ভূমি আপীল বোর্ডের চেয়ারম্যান মুহম্মদ ইবরাহিম, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মহ. মনিরুজ্জামান, অতিরিক্ত সচিব জিয়াউদ্দীন আহমেদ, মো. এমদাদুল হক চৌধুরী ও যুগ্মসচিব ড. মো. জাহিদ হোসেন পনির বক্তব্য রাখেন।
সভায় ছাত্র প্রতিনিধিরা ভূমি খাতের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। সেইসঙ্গে তারা বেশ কিছু সংস্কার কর্মসূচি বাস্তবায়নের পরামর্শ দেন। সেমিনারে ভূমি মন্ত্রণালয়ের উল্লেখযোগ্য কার্যক্রম তুলে ধরা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।