৩০৬ রানে থামল টাইগাররা

টাইগাররা

স্পোর্টস ডেস্ক : আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ত্রয়োদশ আসরে নিজেদের শেষ ম্যাচে ব্যাট হাতে দারুণ নৈপুণ্য দেখিয়েছে বাংলাদেশ। নিয়মরক্ষার ম্যাচে পুনেতে আগে ব্যাট করতে নেমে অজিদের – রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে টাইগাররা।

টাইগাররা

একাদশে ২ পরিবর্তন নিয়ে টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান প্যাট কামিন্স। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশের একাদশে পরিবর্তন ছিল তিনটি। তবে স্কোয়াডে ভিড়লেও একাদশের শিকে ছিঁড়েনি দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও লিটন দাস। পাওয়ারপ্লের পুরোটা সময় কাটিয়ে ৭৬ রান জড়ো করেন উদ্বোধনী জুটিতে।

দুজনই অবশ্য ৩৬ রান করে ফেরেন সাজঘরে। তামিম ৩৪ বলে ৩৬ রান করেন, লিটন মোকাবেলা করেন ৪৫ বল। এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে নিয়ে তাওহীদ হৃদয় ধরেন দলের হাল।

৫৭ বলে ৪৫ রান করে থামে শান্তর অধিনায়কোচিত ইনিংস। তার বিদায়ে ক্রিজে এসেই মাহমুদউল্লাহ রিয়াদ শুরু করেন মারকুটে ব্যাটিং। যদিও রানআউট হয়ে সাজঘরে ফেরার আগে ৩২ রান করেন ২৮ বলের মোকাবেলায়। হৃদয়ের সামনে শতকের সুযোগ থাকলেও ৭৯ বলে ৭৪ রান করে বিদায় নেন এই তরুণ।

‘মেসির পর আর্জেন্টিনার সেরা খেলোয়াড় আর্জেন্টিনার হয়ে খেলছে না কেন?’

শেষদিকে মেহেদী হাসান মিরাজ ২০ বলে ২৯ রানের ক্যামিওতে রেখেছেন বড় ভুমিকা। এছারা মুশফিকুর রহিম করেন ২১ রান। সব মিলে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩০৬ রান দাঁড়ায় বাংলাদেশের সংগ্রহ। ওঅজিদের পক্ষে দুটি করে উইকেট শিকার করেন শন অ্যাবট ও অ্যাডাম জাম্পা।