ক্যাটকে এ কেমন ধোঁকা দিলেন ভিকি!

ভিকি

বিনোদন ডেস্ক: ভিকির কথা শুনে ক্যাটরিনার মাথায় হাত! ক্যাটরিনার সঙ্গে ধোঁকা? বিদেশ পাড়ি দিতে না দিতেই কাকে জড়িয়ে ধরার চিন্তাভাবনা করছেন ভিকি? আর কেনই-বা করছেন? অভিনেতা জানালেন নিজেই।

একেবারেই কোনো ধরনের বিবাহবহির্ভূত সম্পর্ক নয়; বরং নিজের পছন্দের জিনিসকে কাছে পেলে বোধহয় এরকম অনুভূতিই হয় আর সেই ভালো লাগার পরিচয়ই দিলেন অভিনেতা ভিকি কৌশল। এই প্রথম আইআইফার শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে সম্মানিত হয়েছেন তিনি। সর্দার উধমের জন্যই অভিনেতা এ পুরস্কার পেলেন। আর তার পরেই আবেগতাড়িত ভিকি। ইনস্টাগ্রামে পুরস্কারটি জড়িয়ে ধরে পোস্ট করে লেখেন: ‘তোমার জন্য অনেকদিন অপেক্ষা করেছি, আজ রাতে আর কাছছাড়া করছি না। ধন্যবাদ তাদের, যারা আমার জন্য ভোট করেছিলেন।’
ভিকি
শুধু তাই নয়, সিনে দুনিয়ার প্রথম দিন থেকেই তীব্র লড়াই করেছেন অভিনেতা। একসময় তার চেহারা নিয়ে কটাক্ষের শিকার পর্যন্ত হয়েছেন। অনেক অভিনেত্রীই সেদিন তার সঙ্গে কাজ করতে রাজি হতেন না। পুরোনো দিনের কথা মনে করেই ভিকি লেখেন: ‘আমার আজ সেদিনের কথা মনে পড়ছে, যখন ভাবতাম আদৌ স্বপ্ন কোনোদিন পূরণ হবে কী? অনেক আশা নিয়ে এসেছিলাম এই গ্ল্যামার জগতে, আজ মনে হচ্ছে সত্যিই কিছু পেরেছি।’

প্রসঙ্গত, পুরস্কারের খাতিরে আবুধাবি পৌঁছেই সোশ্যাল মিডিয়ায় আগুন ছড়াচ্ছেন ভিকি। সুটেড-বুটেড অবতারে হাজারো তরুণীর মনে ঝড় তুলছেন অভিনেতা। এর আগেও আইআইফা পুরস্কার পেয়েছেন ভিকি, তবে সহ-অভিনেতা হিসেবে। সর্দার উধম তার জীবনে এক অনবদ্য সিনেমা। পরিচালক সুজয় ঘোষকেও সালাম ঠুকলেন ভিকি।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

মহেশ বাবুর যে ৫ সুপারহিট সিনেমার সামনে ফেল বলিউডের বহু বিগ বাজেটের ফ্লিম