ক্যাটরিনার বোন ইসাবেলের প্রেমে মজেছেন ভিকির ভাই সানি

বিনোদন ডেস্ক : বলিউড ইন্ডাস্ট্রিতে নতুন প্রেমের জুটি হিসেবে গুঞ্জন উঠেছে ক্যাটরিনার বোন ইসাবেল কাইফ আর ভিকি কৌশলের ভাই সানি কৌশলকে নিয়ে।

ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত এক প্রতিবেদন বলছে, প্রায়ই নাকি ইসাবেল আর সানিকে একসঙ্গে দেখা যায়। কখনও পার্ক, কখনও রেস্টুরেন্ট কখনও আবার কোনো ইভেন্টে।

সম্প্রতি মুম্বাইয়ের বান্দ্রায় দেখা গেছে তাদের। তবে এবার গুঞ্জন জোরালো হয়েছে অন্য এক কারণে। আর তা হলো তাদের পোশাক। প্রেমিক প্রেমিকাদের মতো ম্যাচিং করা পোশাক পরতে দেখা গেছে ইসাবেল আর সানিকে।

আর তাই এ জুটির প্রেমের গুঞ্জনের ডাল পালা বলি পাড়ায় ছড়িয়ে পড়ে মুহূর্তের মধ্যেই। বড় ভাই বোনের মতো বাস্তবেও কি সত্যি তারা জুটি হচ্ছেন এমন প্রশ্নের উত্তরে হ্যাঁ কিংবা না কোনো উত্তরই দেননি সানি আর ইসাবেল।

শুধু বলেছেন, তারা একই পরিবারের সদস্য, তাই প্রায়ই তাদের একসঙ্গে কোথাও ঘুরতে যাওয়া স্বাভাবিক। তাছাড়া সানি আর ইসাবেল নাকি একে অন্যের ভালো বন্ধুও। তবে বন্ধুর চেয়ে এখনও বেশি কিছু হওয়া নিয়ে এখনও নাকি কিছু ভাবেননি তারা।

সত্যি কি তাই? তা সময়ই বলে দেবে বলে মনে করছেন নেটিজেনরা।

যে কারণে একের পর এক অফিস স্পেস কিনছেন কাজল-অজয় দম্পতি