ভিডিও বানাতে গরুর সামনে তুমুল ড্যান্স, গুঁতো খেয়ে উল্টে যুবতী

গরু

জুমবাংলা ডেস্ক : এই নেট দুনিয়ায় এমন কিছু ঘটনা দেখা যায় যা মানুষকে খুব বিনোদন দিয়ে থাকে। কখনো গান, কখনো মজার নাচ, কখনো বা মজার এমন কিছু ঘটনা নেট বন্দি হয়। যার জন্য তারা সহজেই খুব ভাইরাল হয়ে যায়।

গরু

সম্প্রতি এমনি এক ভিডিও সোশ্যাল মিডিয়া খুব ভাইরাল হচ্ছে। এই ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একটি গরু ও মেয়ের এমনি এক হাস্যকর ঘটনা। যা দেখার পর আপনিও হাসি নিয়ন্ত্রণ করতে পারবেন না। আসুন তাহলে দেখা যাক এই বিনোদন!

আসলে, একটি মেয়ে গরুকে খাওয়াতে এসে এমন মজার ঘটনা ঘটিয়েছে। মেয়েটি প্রথমে বালতি করে গরুর জন্য খাবার নিয়ে আসে, এরপর সে গরুর সামনে বালতির খাবার বসায়। তারপর বালতির খাবার বসিয়েই মেয়েটি একটি ভঙ্গিতে নাচতে থাকে গরুর সামনে। তারপর যা হল আপনারা নিজের চোখেই দেখে নিন।

কি ভিডিওটা এমনই তাই না, যা এক সেকেন্ডও হাসি নিয়ন্তনে রাখা দুষ্কর। তাছাড়া মেয়েটির এমন ভঙ্গিতে নাচ গরুটি মোটেও পছন্দ করছিল না। দেখে বোঝা যাচ্ছে গরুটি রীতিমতো অস্বস্তি বোধ করছিলেন। তারপরেই গরুটি ওই মেয়েটিকে সজোরে আঘাত করে এবং মেয়েটি পরে যায়।

এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ার ইনস্ট্রা একাউন্টে শেয়ার করা হয়েছে। শেয়ার করার সাথে সাথেই ভিডিওটি প্রচুর ভাইরাল হয়ে যায়। ব্যবহারকারীরা এই ভিডিও থেকে এন্টারটেইনমেন্ট হয়েছেন এবং তারা মজার মন্তব্য করেছেন। এখনো পর্যন্ত এই ভিডিও ২৩ হাজারের বেশি মানুষ পছন্দ করেছে। যাইহোক, এই রঙ্গিলা মেয়েটিও বিনোদনের খাতায় নাম লেখালেন।