ভিডিওগুলো আমি ছাড়িনি, কে ছেড়েছে খোঁজা হচ্ছে : রাজ

রাজ

বিনোদন ডেস্ক : ‘আমার ফেসবুক আইডি হ্যাক হয়নি, কিন্তু যেগুলো আমার ফেসবুক আইডি থেকে পোস্ট হয়েছে দেখাচ্ছে, ওসব আসলে আমার আইডি থেকে হয়নি, ভিডিওগুলো আমিও ছাড়িনি, কে ছেড়েছে সেটাও জানি না।’ সোমবার মধ্যরাতে ফেসবুকে পোস্ট করা যে ভিডিওগুলো নিয়ে দিনভর সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সেই ভিডিও রাজ নিজে পোস্ট করেননি বলে এভাবেই সাফ জানিয়ে দিলেন।

রাজ

সেই সঙ্গে জানালেন, এ ঘটনায় তিনি নিজেও বিব্রত এবং আসল ঘটনা খুঁজে বের করার চেষ্টা করছেন।

রাজ বলেন, ‘আমার আইডি থেকে আমি কিছুই পোস্ট করিনি। পুরো বিষয়টা নিয়ে আমি বিব্রত। সকাল থেকে আমাকে নানা প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে। অথচ ভিডিওগুলো বছর পাঁচেক আগের। ঢাকার রাস্তায়। আমরা মজা করছিলাম, মজাচ্ছলে ভিডিওগুলো করা। কোনো উদ্দেশ্য ছিল না। সত্যি বলতে, ওরা আমার কাছের বন্ধু। কোনো উদ্দেশ্যে এসব ভিডিও করা নয়। আরও ভয়ংকর কথা হচ্ছে, এসব ভিডিও ফুটেজ আমার বর্তমান ব্যবহার করা মোবাইলেও নাই। কীভাবে এসব ভিডিও ছড়াল, এটাই বড় প্রশ্ন।’

চিত্রনায়ক শরিফুল রাজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে সোমবার মধ্যরাতে কয়েকটি ছবি ও ভিডিও প্রকাশ হয়। তাতে অভিনেত্রী তানজিন তিশা, নাজিফা তুষি এবং সুনেরাহ বিনতে কামালকে ‘আপত্তিকর’ কথা বলতে শোনা যায়। পরে ভিডিওগুলো নিয়ে মুখ খোলেন সুনেরাহ। তিনি দাবি করেন, ভিডিওগুলো রাজের স্ত্রী পরীমণি প্রকাশ করেছেন। অন্যদিকে পরীমণি পাল্টা অভিযোগ এনেছেন সুনেরাহর বিরুদ্ধে। পরি বলেন, আলোচনায় আসতেই সুনেরাহ রাজের ফেসবুক থেকে ভিডিওগুলো পোস্ট করেছেন।

অব্যবহৃত ডেটা পরবর্তী যেকোনো প্যাকেজের সঙ্গে যুক্ত হোক, চান ৮৮% গ্রাহক

দুজনের পাল্টাপাল্টি মন্তব্য এলেও রাজ এ বিষয়ে বললেন, ‘আমি কাউকেই সন্দেহ করতে চাই না। বিষয়টি সঠিকভাবে সামনে আসুক আমি এটাই চাইছি।’