বিনোদন ডেস্ক : কলেজের বিদায় সংবর্ধনায় এক বিশেষ মুহূর্ত ধরা পড়ল ক্যামেরায়। ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি কলেজের ক্লাসরুমে ফেয়ারওয়েল অনুষ্ঠানে বন্ধুদের অনুরোধে মঞ্চে আসেন এক তরুণী। বলিউডের জনপ্রিয় সিনেমা ‘আজ়াদ’-এর ‘উয়ি আম্মা’ গানে তিনি নাচ শুরু করেন।
নাচ শুরু হতেই উপস্থিত সকল বন্ধু হাততালি দিয়ে উৎসাহ দিতে থাকেন। আত্মবিশ্বাসের সঙ্গে তাঁর উপস্থাপনায় মুগ্ধ হয়ে যায় সবাই। তরুণীর প্রাণবন্ত পারফরম্যান্সের ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এবং নেটাগরিকদের প্রশংসাও কুড়িয়েছে।
তবে ভিডিয়োটির সত্যতা বা ঘটনার সঠিক স্থান ও তারিখ এখনও নিশ্চিত হয়নি। আনন্দবাজার অনলাইন এই ভিডিও সত্যতা যাচাই করেনি।
১৯৭৪ সালের ১ টাকা থাকলে যত টাকা পাবেন আপনি, জেনে নিন বর্তমান সময়ের দাম
ভাইরাল এই ভিডিও প্রমাণ করে দিল, কখনও কখনও বন্ধুত্ব আর মুহূর্তের আনন্দই হয়ে ওঠে সবচেয়ে বড় স্মৃতি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।