জুমবাংলা ডেস্ক : বিদ্যুতের তারের উপর উঠে দিব্যি ঘাস খাচ্ছে একটি ছাগল—বিশ্বাস করা কঠিন হলেও এমনই এক দৃশ্যের ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ব্যতিক্রমী এই কাণ্ড দেখে হেসে কুটোপাটি নেটিজেনরা।
রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল একটি ছাগল। হঠাৎ তার চোখ পড়ে উপর দিকে—বিদ্যুতের তারে আটকে থাকা ঘাসের টুকরো! সামনেই খাবার দেখে আর লোভ সামলাতে পারেনি সে। কোনোভাবে উঠে পড়ে সেই তারের উপর এবং সেখানে দাঁড়িয়ে থেকে ঘাস খেতে শুরু করে ছাগলটি।
ইনস্টাগ্রামে ‘ইলহানাতালায়’ নামের একটি অ্যাকাউন্ট থেকে ভিডিওটি শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, রাস্তার দু’ধারে বিদ্যুতের খুঁটি। আর তার মাঝখানে একটি ছাগল বিদ্যুতের তারের উপর দাঁড়িয়ে ঘাস খাচ্ছে। আশ্চর্যজনকভাবে ভারসাম্য বজায় রেখেই দাঁড়িয়ে আছে সে।
ঘটনাটি কোথায় ঘটেছে, সে তথ্য স্পষ্ট নয়। তবে ভিডিওটি ভাইরাল হতেই প্রতিক্রিয়ার বন্যা বয়ে গিয়েছে সমাজমাধ্যমে। এক জন নেটিজেন লিখেছেন, “খাবারের লোভে কী না করে ফেলে ছাগল!” আবার কেউ মন্তব্য করেছেন, “পা ফসকে পড়ে গেলে বড়সড় দুর্ঘটনা ঘটতেও পারত।”
তবে অনেকেই ভিডিওটির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁদের মতে, বিদ্যুতের তারের উপর এইভাবে একটি ছাগলের ওঠা ও দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা এক কথায় অসম্ভব। অনেকেই সন্দেহ করছেন, ভিডিওটি হয়তো কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-র মাধ্যমে তৈরি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।