সাইফুল ইসলাম : মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা শ্রমিক দলের এক নেতার ইয়াবা সেবনের একটি ভিডিওি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
শুক্রবর রাত থেকেই একাধিক ফেসবুক পেজ ও আইডিতে ভিডিওটি পোস্ট করা হলে তা মুহুর্তেই ভাইরাল হয়। এ নিয়ে জেলায় তুমুল সমালোচনার সৃষ্টি হয়েছে।
ভাইরাল হওয়া ওই শ্রমিক দল নেতার নাম মো. মিলন মিয়া। তিনি উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক এবং উপজেলার খলশী ইউনিয়নের বাসিন্দা।
ইয়াবা সেবনের ওই ভিডিও সম্পর্কে জানতে মো. মিলন মিয়ার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি।
তবে জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল কাদের বলেন, বিষয়টি আমার জানা নেই। আমার সাধারণ সম্পাদকের সাথে কথা বলে বিষয়টি জেনে পরে বিস্তারিত বলতে পারবো।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন বলেন, ভিডিওটি আমি দেখিনি। ভিডিও দেখে বিস্তারিত জেনে মন্তব্য করতে পারবো। এর আগে কিছু বলা সম্ভব না।
উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল কাদের ও সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক লিটন স্বাক্ষরিত দলীয় প্যাডে দৌলতপুর উপজেলা শ্রমিক দলের ৭১ সদস্য বিশিষ্ট পুর্নাঙ্গ কমিটির অনুমোদন দেয়া হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।