আন্তর্জাতিক ডেস্ক : সামাজিক মাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়েছে এক তরুণের বাইক চালানোর একটি ভিডিও, যা দেখে অবাক হয়েছেন অনেকেই। ভিডিওতে দেখা যায়, হেলমেট ছাড়া বাইক চালাচ্ছিলেন ওই তরুণ। তবে তিনি স্বাভাবিকভাবে চালাচ্ছিলেন না। বাইকের সামনের চাকা শূন্যে তুলে রাস্তার উপর স্টান্ট দেখাচ্ছিলেন তিনি।
কিছু সময় চাকা হাওয়ায় তোলার পর হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি। এক পর্যায়ে বাইকের সামনের চাকা আবার রাস্তায় নেমে এলেও, গতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন তরুণটি। বাইক সোজা রাস্তার পাশের একটি বড় নর্দমার দিকে চলতে শুরু করে।
শত চেষ্টা করেও থামাতে না পেরে বাইকসহ নর্দমায় পড়ে যান তিনি। বাইকটি উল্টে গিয়ে নর্দমার ভিতরে পড়ে যায় এবং তরুণ ছিটকে গিয়ে পাশেই পড়ে যান। এরপর তিনি গড়িয়ে পড়েন নর্দমার ভিতরে। পাশে থাকা এক ব্যক্তি দ্রুত ছুটে গিয়ে তাঁকে উদ্ধারের চেষ্টা করেন।
ভিডিওটি এখানেই শেষ হয়। ঠিক কোথায় ঘটনাটি ঘটেছে, তা জানা যায়নি। তবে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশের পর থেকেই ভাইরাল হয়ে গেছে এবং নেটিজেনদের নানা প্রতিক্রিয়া দেখা গেছে।
একজন মন্তব্য করেছেন, “হেলমেট ছাড়া এমন বিপজ্জনক কাজের ফল এটাই হওয়ার কথা। এটা আমাদের সবার জন্য একটা শিক্ষা হওয়া উচিত।”
https://t.co/aKcedmxV2h pic.twitter.com/Fv5I3cKlvw
— Anonymous_girl (@srutimisra_789) April 15, 2025
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।