জুমবাংলা ডেস্ক : ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, একটি বাড়ির বাগানে ফণা তুলে দাঁড়িয়ে রয়েছে এক বিশাল শঙ্খচূড়। রাগে ফোঁস ফোঁস করছে সাপটি। তার সামনেই হাঁটু মুড়ে বসে রয়েছেন এক যুবক। দৃশ্যটি দেখে হতবাক নেটিজেনরা।
সাপ হল বিশ্বের অন্যতম ভয়ের জনক প্রাণী। সাপ দেখলেই অনেকের আত্মারাম খাঁচাছাড়া হওয়ার জোগাড় হয়। আর সেই সাপ যদি হয় ভয়ঙ্কর বিষধর শঙ্খচূড়, তাহলে তো আতঙ্ক আরও দ্বিগুণ। শঙ্খচূড়কে (King Cobra) বিশ্বের অন্যতম বিষাক্ত সাপ হিসেবে ধরা হয়। এর নিউরোটক্সিন বিষ মানবদেহে হৃৎস্পন্দন থামিয়ে দিতে পারে, হতে পারে শ্বাসরুদ্ধ মৃত্যু।
তেমনই এক বিশাল শঙ্খচূড়কে এ বার আদর করতে দেখা গেল এক যুবককে! সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে এই অভাবনীয় দৃশ্য দেখা গিয়েছে, যা দেখে চমকে গিয়েছে গোটা ইন্টারনেট (ভিডিও সত্যতা অবশ্য জুমবাংলা নিউজ যাচাই করেনি)।
ঘটনাটি কোথায় ও কবে ঘটেছে, তা ভিডিও দেখে স্পষ্ট নয়। তবুও দৃশ্যটি যেন সিনেমার চেয়েও বেশি নাটকীয়। ভাইরাল সেই ভিডিওতে দেখা গিয়েছে—একটি বাড়ির বাগানে ফণা তুলে রেগে গর্জে উঠেছে বিশাল শঙ্খচূড়। তার সামনেই সাহসের প্রতীক হয়ে বসে রয়েছেন এক যুবক। শান্ত করার চেষ্টা করছেন সাপটিকে।
প্রথমে সাপটির মাথায় হাত বোলাতে চেষ্টা করেন তিনি। এতে সাপটি যেন আরও ক্ষিপ্ত হয়ে উঠে। বারবার আক্রমণাত্মকভাবে মাথা ঝাঁকাতে থাকে। কিন্তু তাতেও পিছিয়ে যাননি যুবক। ধৈর্য রেখে কিছু সময় অপেক্ষা করার পর শঙ্খচূড়ের মাথায় নিজের মাথা ঠেকান তিনি। উপস্থিত প্রত্যেকে বিস্মিত হয়ে দেখেন এই সাহসিকতা। সেই ভিডিওই এখন ভাইরাল।
এই ভিডিওটি পোস্ট করা হয়েছে ইনস্টাগ্রাম হ্যান্ডল ‘পাঞ্জি পেটুয়ালাং’ থেকে। ইতিমধ্যেই ৩০ লক্ষেরও বেশি বার দেখা হয়েছে ভিডিওটি। লাইক পড়েছে হাজার হাজার। নেটিজেনরা ভিডিওটি দেখে মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন—কেউ বলেছেন, “যুবকের আত্মবিশ্বাস দেখে মুগ্ধ। তবে একটু এদিক-ওদিক হলেই বড় দুর্ঘটনা ঘটতে পারত।”
আবার কেউ লিখেছেন, “হাড় হিম করা মুহূর্ত। মাত্র ১৫ সেকেন্ডের জন্য নিঃশ্বাস বন্ধ হয়ে গিয়েছিল আমার!”
এই সাহসিকতা না পাগলামি, তা নিয়ে বিতর্ক থাকলেও, ভিডিওটি যে নেটদুনিয়ায় ঝড় তুলেছে, তা নিঃসন্দেহে বলা যায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।