আন্তর্জাতিক ডেস্ক : বাবা-মায়ের ৫০তম বিবাহবার্ষিকী। এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে এক অনন্য উদ্যোগ নিলেন তিন পুত্র। শুধুমাত্র কেক কাটা কিংবা উপহারে সীমাবদ্ধ না থেকে, তাঁরা আয়োজন করলেন এক অসাধারণ পারিবারিক অনুষ্ঠানের। আর সেখানেই ঘটল এক হৃদয়স্পর্শী দৃশ্য, যা দেখে মায়ের চোখে জল এসে গেল।
তিন ভাইয়ের মঞ্চনাট্য সদৃশ নাচ, আবেগে ভেসে উঠলেন মা
ইনস্টাগ্রামের ‘DanceWithRiddhi’ নামক একটি অ্যাকাউন্ট থেকে শেয়ার হওয়া ভাইরাল ভিডিওতে দেখা যায়—একটি সুসজ্জিত মঞ্চে তিন ব্যক্তি একসঙ্গে নাচ করছেন। ব্যাকগ্রাউন্ডে বাজছে জনপ্রিয় হিন্দি চলচ্চিত্র Hum Saath Saath Hain ছবির গান ‘Yeh To Sach Hai Ki Bhagwan Hai’। এই গানে সন্তানরা তাদের বাবা-মায়ের প্রতি সম্মান জানায়, এবং তেমনই দৃশ্য ফুটে ওঠে এই লাইভ পরিবেশনায়।
মঞ্চে নাচ শেষে গোলাপের পাপড়ি ছড়ানো ও জড়িয়ে ধরা—ভরে উঠল পারিবারিক আবেগে
মঞ্চের সামনের সারিতে বসেছিলেন ওই তিন ভাইয়ের বাবা-মা। ছেলেদের একসঙ্গে এমন উপহার দেখে আবেগে ভেসে যান মা। চোখের কোণ দিয়ে গড়িয়ে পড়ে অশ্রু। পিতাও চুপচাপ মুখে হাসি রেখেই সেই আবেগ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করলেন।
নাচ শেষে তিন ভাই মঞ্চ থেকে নেমে আসেন এবং তাঁদের মা-বাবার উপর গোলাপের পাপড়ি ছড়িয়ে দেন। এরপর গভীর ভালোবাসায় তাঁদের জড়িয়ে ধরেন। এই মুহূর্তে পারিবারিক আবেগ যেন সর্বোচ্চ মাত্রায় পৌঁছে যায়। পরে, তিন পুত্রবধূও এই মুহূর্তে যুক্ত হয়ে পুরো দৃশ্যটিকে আরও হৃদয়গ্রাহী করে তোলেন।
কেন এই ভিডিও এত ভাইরাল?
এই ভিডিও মানুষের মনে এমনভাবে নাড়া দিয়েছে কারণ এটি শুধুই একটি উপহার নয়, বরং সন্তানদের পক্ষ থেকে বাবা-মায়ের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতার প্রতীক। যেখানে আজকের ব্যস্ত সময়ে পরিবারের সদস্যরা অনেক সময় একসঙ্গে বসে সময় কাটাতে পারেন না, সেখানে তিন ভাইয়ের এমন উদ্যোগ এক নজির হয়ে রইল।
এই ভিডিওটি সত্যিই দেখিয়ে দেয়, পরিবার মানেই ভালোবাসা, বন্ধন ও সম্মানের বন্ধন। এবং ছোট ছোট ভালোবাসার প্রকাশই তৈরি করে আজীবনের স্মৃতি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।