আন্তর্জাতিক ডেস্ক : বর্তমানে একটি বাঘের ভিডিও ব্যাপক ভাবে ভাইরাল হয়েছে। এই ভিডিওতে দেখা যাচ্ছে যে একটি বাঘ জলাশয়ের সামনে জল খেতে এসেছে। এরপর ওই বাঘটি জল খেয়ে উপরের দিকে মুখ তুলতেই তার চোখ পড়ে ওই ক্যামেরায়। আর ঠিক তখনই বাঘ মামাকে ক্যামেরার দিকে হাত নাড়তে দেখা যায়। যা এখন ব্যাপক ভাবে ভাইরাল।
বাঘ মামা নাকি ক্যামেরায় পোজ দিয়ে হাই বলছে! এও কি সম্ভব? হ্যাঁ সম্প্রতি ঘটেছে এমনই এক মজার ঘটনা! আপনি হয়তো অনেকবার চিড়িয়াখানায় বা সাফারিতে গিয়েছেন। যেখানে আপনি সিংহ, বাঘ এবং চিতার মতো বন্য প্রাণী দেখতে পেয়েছেন। কিন্তু কখনও কি দেখেছেন যে, আপনার ক্যামেরার সামনে কোনও প্রানী কখনও পোজ দিয়েছে? এমনই ঘটনা ঘটেছে। যা দেখে অবাক হয়েছেন আট থেকে আশি।
যা দেখে অবাক হয়েছেন আট থেকে আশি। কিন্তু কি এমন ঘটেছে? চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। সম্প্রতি ফটোগ্রাফার নিখিল গিরির লেন্সে একটি বাঘের ভিডিও ধরা পড়েছে। যেখানে দেখা যাচ্ছে যে একটি বাঘ জলাশয়ের সামনে জল খেতে এসেছিল। আর তার ঠিক আগে থেকেই ফটোগ্রাফার নিখিল গিরি ওই জল খেতে আসা বাঘের দিকে ক্যামেরা তাক করে রেখেছিলেন।
এরপর ওই বাঘটি জল খেয়ে উপরের দিকে মুখ তুলতেই তার চোখ পড়ে ওই ক্যামেরায়। আর ঠিক তখনই বাঘ মামাকে ক্যামেরার দিকে হাত নাড়তে দেখা যায়। আর এই ভিডিওই এখন ব্যাপক ভাবে ভাইরাল।
এরপর ফটোগ্রাফার নিখিল গিরি এই মজার বাঘের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন এবং এটি খুব তাড়াতাড়ি ভাইরালও হয়ে যায়। লোকেরা ক্যাপশন -সহ ক্লিপটি ফরোয়ার্ড করে লিখেছেন, “কখনও বাঘকে হাই বলতে দেখেছেন?” মহারাষ্ট্রের তাডোবা জাতীয় উদ্যান থেকে এই ভিডিওটি তোলা হয়েছে। বাঘটির নাম রাখা হল মায়া।
অপরদিকে, বর্তমানে একটি সিংহীর ভিডিও ব্যাপক ভাবে ভাইরাল হয়েছে। আসলে একদল পর্যটক জঙ্গলে ঘুরতে গিয়েছিল। তারা সাফারি করতেও যায়। সেখানে তারা একদল সিংহের সামনে নিজেদের গাড়ি দাঁড় করায়। আর সেখানেই ঘটে যায় ভয়ের এক ঘটনা। আরও দেখা যায় যে সিংহী তার দাঁত দিয়ে গাড়ির দরজা খুলে ফেলেছে।
এই দৃশ্য দেখে গাড়ির ভিতরের যাত্রীরা চিৎকার করতে শুরু করে। তবে সঙ্গে সঙ্গেই যাত্রীরা বুদ্ধির ব্যবহার করে। আর টেনে গাড়ির দরজা আটকে দেয়। মোট ১৬ সেকেন্ডের ভিডিওটি ৬ জুন ২০২৪ তারিখে মাইক্রো ব্লগিং সাইট এক্স -এ পোস্ট করা হয়েছিল। যার পর থেকে এটি ব্যাপক ভাবে ভাইরাল হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।