ভিজা শাড়িতে আম্রপালি দুবেকে দেখে নিয়ন্ত্রণ হারালেন নিরহুয়া

Aamrapali

বিনোদন ডেস্ক : সম্প্রতি নেটদুনিয়ায় একটি ভোজপুরি গান ভীষণরকম ভাইরাল হয়েছে। এই গানে দেখা মিলেছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির দুই জনপ্রিয় প্রথম সারির তারকাকে। ভাইরাল হওয়া গানে আম্রপালি দুবে ও দীনেশ লাল যাদবকে দেখা গিয়েছে।

Aamrapali

এনারা দু’জনেই ভোজপুরি ইন্ডাস্ট্রির অন্যতম দুই প্রথম সারির তারকা। ভিডিওতে তাদের রোমান্স রীতিমতো উষ্ণতা ছড়িয়েছে, তা বলাই বাহুল্য। সম্প্রতি একটি জনপ্রিয় ভোজপুরি ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়, যার ভিউজ এই মুহূর্তে লাখে কথা বলছে।

আম্রপালি দুবে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম প্রথম সারির জনপ্রিয় অভিনেত্রী। সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওতে দীনেশ লাল যাদবের সাথে এই অভিনেত্রীকে ঘনিষ্ঠ হতে দেখা গিয়েছে। বৃষ্টির মধ্যেই একে অপরের সাথে রোমান্সে মেতে উঠেছিলেন তারা। খোলা আকাশের নীচে দোলনার মধ্যেই অভিনেত্রীকে চুম্বন করেছিলেন অভিনেতা। আর সেই ঝলক যে খুব স্বাভাবিকভাবেই ভোজপুরি দর্শকদের একাংশের রাতের ঘুম উড়িয়ে দিয়েছে, সেকথা আর আলাদাভাবে উল্লেখ করার প্রয়োজন নেই। রইল ঝলক, দেখে নিন।

#Video -Tani Chhoo La | तनी छू ला | #निरहुआ और #आम्रपाली का बारिश में अब तक सबसे Hot Song | Beta

ভিডিওতে দুজনকেই মানানসই পোশাকে দেখা গিয়েছে। ‘তানি ছু লা’র তালেই এদিন এই জনপ্রিয় অনস্ক্রিন ভোজপুরি তারকা জুটিকে দেখা গিয়েছিল। ‘নীরাহুয়া এন্টারটেইনমেন্ট’ নামের ইউটিউব চ্যানেল থেকে ২ বছর আগে এই জনপ্রিয় তারকা জুটির এই গানের ভিডিওটি শেয়ার করে নেওয়া হয়েছিল।

বাড়ির আঙ্গিনায় মাল্টা চাষ করে সফল কামাল উদ্দিন

বর্তমানে এই ঝলক ৭৭ লক্ষেরও বেশি মানুষের কাছে পৌঁছে গিয়েছে। ‘বেটা’ নামের জনপ্রিয় ভোজপুরি ছবির গানের দৃশ্য এটি। উল্লেখ্য গানের সূত্র ধরেই আবারো ভোজপুরি দর্শকদের একাংশের মাঝে চর্চার আলো কেড়েছেন তারা। নিজেদের প্রিয় তারকা জুটিকে পুনরায় একসাথে দেখে খুশি ভক্তরাও।