বিয়ের আগে এই ৩ অভিনেতার সাথে সম্পর্কে জড়িয়েছিলেন বিদ্যা বালান

বিনোদন ডেস্ক : বলিউড দুনিয়ার পুরনো সিনেমা থেকে শুরু করে নতুন সিনেমা সবকিছুই নেটিজেনদের নখদর্পণে থাকে। বিভিন্ন সিনেমাতে বিভিন্ন ধরনের তারকা কাজ করে লাইমলাইটে আসেন। কেউ কেউ অনেক সিনেমা করেও দর্শকদের প্রিয় হতে পারেন না, তো আবার কেউ কেউ হাতেগোনা কয়েকটি সিনেমাতে অভিনয় করে দর্শকদের মনের মনিকোঠায় সর্বদা রয়ে যায়। এই বলিউড জগতের এক অন্যতম পরিচিত অভিনেত্রী হলেন বিদ্যা বালান। তিনি তার ক্যারিয়ারে বিভিন্ন স্বাদের সিনেমা করেছেন যা পছন্দ হয়েছে প্রায় সকলের। তবে আজকের এই প্রতিবেদনে বিদ্যা বালানের ব্যক্তিগত জীবন সম্বন্ধে আপনাদের এমন কিছু জানাবো যা শুনে আপনিও অবাক হবেন।

বর্তমান যুগে বলিউডের শীর্ষ অভিনেত্রীদের তালিকায় নিজের নাম স্বর্ণাক্ষরে লিখে রেখেছেন বিদ্যা বালান। তবে গ্ল্যামার ওয়ার্ল্ডের শীর্ষ অভিনেত্রী হওয়ার যাত্রাটা খুব একটা সহজ ছিল না। কঠোর পরিশ্রম এবং কাজের প্রতি নিষ্ঠার কারণে আজকে তিনি ব্যাপক সাফল্য পেয়েছে। তবে আজকে এই অভিনেত্রীর ব্যক্তিগত জীবনের কিছু ইনসাইটে আমরা উঁকি মারবো। জানিয়ে রাখি, বলিউডের অনেক অভিনেতার সাথে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। তবে ২০১২ সালে তিনি সিদ্ধার্থ কাপুরকে বিয়ে করে সুখে সংসার করছেন। কিন্তু তার আগে এই তিন অভিনেতার সাথে সম্পর্কে জড়িয়েছিলেন তিনি।

১) সাইফ আলি খান:
২০০৫ সালে পরিণীতা ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় বিদ্যা বালানের। সেই ছবিতে অভিনেত্রীর সঙ্গে স্কিন ভাগ করে নিয়েছিলেন জনপ্রিয় তারকা সাইফ আলি খান। তখন সবে সবে অমৃতার সাথে বিচ্ছেদের পর সইফ একাই ছিলেন। সেই সময় বিদ্যা বালানের সাথে সাইফের সম্পর্ক হয় বলে কানাঘুষো শোনা যায়। এই নিয়ে মিডিয়াতে অনেক কথাবার্তাও হয়েছিল।

২) জন আব্রাহাম:
বলিউড হ্যান্ডসাম হাংক জন আব্রাহাম ২০০৭ সালে বিদ্যা বালানের সাথে সালাম ই ইশক সিনেমাতে কাজ করেছিলেন। শুটিং চলাকালীন তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গাঢ় হয়। তারা তখন একে অপরের খুবই কাছে চলে এসেছিলেন। জন আব্রাহাম এবং বিদ্যা বালানের সম্পর্ক এখনও চর্চার শিরোনাম থাকে।

৩) শাহিদ কাপুর:
কিসমত সিনেমার শুটিংয়ের সময় গুঞ্জন উঠেছিল যে বিদ্যা বালান এবং শাহিদ কাপুর একে অপরের সাথে ডেট করছেন। দুজনকে প্রায় একই সাথে আড্ডা দিতে এবং সময় কাটাতে দেখা যেত। তবে কখনোই তারা তাদের এমন সম্পর্কের কথা মেনে নেননি।

বাংলাদেশিদের আপ্যায়নে মুগ্ধ ‘কেজিএফ’ তারকা যশ যা বললেন