সিনেমা ফ্লপ হওয়ায় সার্কাসে বিদ্যুৎ জামওয়াল

অভিনেতা বিদ্যুৎ জামওয়াল

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা বিদ্যুৎ জামওয়াল। ‘ক্র্যাক’ ছবিটি বক্স-অফিসে মুখ থুবড়ে পড়ায় বড় ধরনের আর্থিক ক্ষতিতে পড়েছেন তিনি। ছবিটিতে অভিনয়ের পাশাপাশি সহপ্রযোজক হিসেবেই ছিলেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, আর্থিক ক্ষতির মুখে পড়ে সার্কাসে যোগ দিতে হয়েছে তাকে।

অভিনেতা বিদ্যুৎ জামওয়াল

ভারতীয় গণমাধ্যম ‘জুম’-এ দেওয়া সাক্ষাৎকারে বিদ্যুৎ জামাল কথা বলেছেন তিন মাসে আর্থিক ক্ষতি কাটিয়ে ওঠার গল্প। জানান, ক্ষতির কাটিয়ে উঠতে প্রথমেই তিনি যোগ দেন সার্কাস দলে।

অভিনেতা বলেন, হলে ক্র্যাক মুক্তির পায় এবং সেটা সফল হয়নি। এই প্রথম আমি প্রযোজনা করেছি, অনেক অর্থ খোয়াতে হয়েছে। আমার জন্য পরিস্থিতি সামাল দেওয়াটাই গুরুত্বপূর্ণ ছিল। অর্থ হারিয়ে অনেক উপদেশ পেয়েছি। অতীতে আর্থিক ক্ষতির মুখোমুখি হয়েছেন এরকম অনেকেই নানা কথা বলেছেন। সব উপদেশ থেকে নিজেকে সরিয়ে রেখেছি।

তিনি আরো বলেন, ক্র্যাক মুক্তির পরে আমি ফ্রেঞ্চ সার্কাসে যোগ দিয়েছি। এক বন্ধুর সার্কাস দল ছিল সেটি। ১৪ দিন অনেক এলিট মানুষের সাথে কাটিয়েছি। ফিরে এসে বসে ভেবেছি, ‘অনেক কোটি রুপি হারিয়েছি, কখনো হারাবো কল্পনাও করিনি। এখন আমি কী করবো?’আর তিন মাসের মধ্যেই আমি ঋণ মুক্ত। এটা মিরাকল।

জীবনের সবথেকে কঠিন ৪৫ মিনিট কীভাবে কাটিয়েছিলেন বললেন সুস্মিতা

বন্ধুরা যখন জিজ্ঞেস করে কীভাবে ঋণ মুক্ত হলাম, আমি বলি, আমি চাপ নেইনি।

প্রসঙ্গত, বিদ্যুৎ জামওয়ালের স্পোর্টস অ্যাকশন ড্রামা ফিল্ম ‘ক্র্যাক।’ এর আগে খুদা হাফিজ,খুদা হাফিজ-২ এর মতো একাধিক অ্যাকশন সিনেমায় অভিনয় করেছেন তিনি।