দর্শক হিন্দি ছবি বাদ দিয়ে বাংলা সিনেমা দেখছে : ডিপজল

ডিপজল

বিনোদন ডেস্ক : ‘বাংলা সিনেমার এখন খুবই ভালো অবস্থা। দর্শকেরা এখন বাংলা সিনেমা দেখছে। সবচেয়ে বড় কথা দর্শকেরা হিন্দি ছবি অ্যাভয়েড করে বাংলা সিনেমা দেখছে এটা আমার কাছে সবচেয়ে ভালো লাগারে কথা।’

ডিপজল

কথাগুলো বলছিলেন চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল।

রবিবার রাতে প্রিসিলার লাইভে যুক্ত হয়ে দেশীয় চলচ্চিত্র নিয়ে কথা বলেন। ফাতেমা নাজনীন প্রিসিলার এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন ঢাকাই সিনেমার আলোচিত এই অভিনেতা।

প্রিসিলার লাইভে ডিপজল তার বানানো সিনেমা সম্পর্কে বেশকিছু তথ্য জানান। জানালেন বেশকিছু সিনেমা নির্মাণ করে রেখেছেন।

এসব সিনেমা মুক্তি দেওয়ার প্রক্রিয়া শুরু করেছেন। ডিপজল বলেন, ‘আমি এসব সিনেমা মুক্তি দেব। প্রতিটি সিনেমা চার সপ্তাহ পরপর মুক্তি দেব। দর্শকেরা এসব সিনেমা দেখতে পাবে।

জিম্মি, বাংলার হারিকিউলিস সিনেমাগুলো প্রদর্শনের জন্য রেডি আছে।’ ডিপজল জানালেন নতুন ৭ টি সিনেমার কাজ শুরু হবে শিগগির।

ডিপজল বলেন, ‘আমি এখন ফিল্ম ছাড়া কিছুই বুঝি না। যতদিন বেঁচে থাকবো ফিল্ম নিয়েই থাকবো। আমার ছোটবেলায় সিনেমায় নামার কোনো ইচ্ছে ছিল না।

প্রথমবারের মতো একসঙ্গে পর্দায় হাজির হলেন বাবা-মেয়ে

যখন আমি সিনেমায় ঢুকলাম, তারপর থেকে মনে হলো যতদিন জীবিত থাকবো বাংলা চলচ্চিত্রের সঙ্গেই থাকবো।’ উল্লেখ্য, বাঙালি তরুণী প্রিসিলা নিউ ইয়র্কে বসবাস করেন। তাঁর লাইভ অনুষ্ঠান বেশ জনপ্রিয়। সম্প্রতি মিশা সওদাগর, জায়েদ খান, অপু বিশ্বাস প্রিসিলার লাইভে অংশ নিয়েছেন।