‘ভিগি ভিগি রাতো মে’ গানের সাথে আঁচল ওড়ালেন এই ভোজপুরি অভিনেত্রী

ভোজপুরি তারকা

বিনোদন ডেস্ক : বর্তমান প্রজন্মের কাছে ভোজপুরি ইন্ডাস্ট্রির তারকারা এখন বেশ ভালই পরিচিত। সোশ্যাল মিডিয়ার হাত ধরেই যে তা সম্ভব হয়েছে, তা অবশ্য আলাদাভাবে বলার অপেক্ষা রাখছে না। আজকের যুগে দাড়িয়ে সোশ্যাল মিডিয়ার সূত্র ধরেই ভোজপুরি ইন্ডাস্ট্রির একাধিক তারকারা, বিশেষ করে অভিনেত্রীরা চর্চিত হন। উল্লেখ্য ভোজপুরি ইন্ডাস্ট্রির অন্যতম পরিচিত মুখ প্রিয়াঙ্কা পণ্ডিত। সম্প্রতি নিজের শেয়ার করা একটি রিল ভিডিওর সূত্র ধরেই চর্চায় তিনি।

ভোজপুরি তারকা

বর্তমানের অভিনেত্রী হিসেবে সোশ্যাল মিডিয়ার পাতায় ভালোই সক্রিয় অভিনেত্রী। প্রায় নিজের একাধিক ছবি ও ভিডিও শেয়ার করে নেন নিজের অনুরাগীমহলের সাথে। নেটদুনিয়ার পাতায় তার ভক্তের সংখ্যাও নেহাতই কম নয়।

সেই কথা অবশ্য আলাদাভাবে বলে দেওয়ার অপেক্ষা রাখে না। সম্প্রতি বলিউডের গানের তালে আঁচল উড়িয়ে ভিডিও বানিয়েছেন এই অভিনেত্রী, যা এই মুহূর্তে নেটমহলের পাশাপাশি তার ভক্তমহলের একাংশের মন কেড়েছে। রইল সেই ভিডিওই, দেখে নিন।

আদনান সামি হিন্দি অর্থাৎ বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় একজন গায়ক। তার গান শোনার অপেক্ষায় অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন সকলেই। সম্প্রতি তারই একটি জনপ্রিয় গানের তাহলে রিল ভিডিও বানিয়েছেন প্রিয়াঙ্কা পণ্ডিত, যা এই মুহূর্তে ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে নেটমহলের একাংশের মাঝে। আদনান সামির অন্যতম জনপ্রিয় গান ‘ভিগি ভিগি রাতো মে’এর সাথেই দেখা গিয়েছে প্রিয়াঙ্কাকে।

দ্রৌপদী হিসাবে রুবিনা দিলাইকের পারফরম্যান্সে মুগ্ধ সবাই

এই গানের সাথেই বৃষ্টির মরসুমে আঁচল উড়িয়েছেন অভিনেত্রী। পাশাপাশি তার শরীরি হিল্লোলে মন মজেছে নেটনাগরিকদের একাংশের। নিজেদের প্রিয় অভিনেত্রীকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন ভক্তরাও। সাম্প্রতিক এই ভিডিও শেয়ার করে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন ‘বার্ষাত’ অর্থাৎ বর্ষার দিন। আর এই বর্ষাতেই তিনি বৃষ্টি উপভোগ করছেন। পাশাপাশি নেটমহল উপভোগ করছেন তার এই ভিডিও।