বিজয় দেবারাকোন্ডার বিয়ে হয়ে গেছে : জাহ্নবী কাপুর

জাহ্নবী কাপুর

বিনোদন ডেস্ক : বেশ কিছুদিন ধরেই বিজয় ও রাশ্মিকা মান্দানার প্রেমের বিষয়ে গুঞ্জনে ভারী হয়ে উঠেছে বলিউড। শুধু প্রেমের গুজবেই নয়, দক্ষিণী সিনেমার অভিনেতা বিজয় দেবারাকোন্ডার নাম এখন নিয়মিত উচ্চারিত হয় বলিউড নায়িকাদের ঠোঁটে। এবার বিজয়ের নাম এলো শ্রীদেবীকন্যা জাহ্নবী কাপুরের মুখে। বিজয়ের বিয়ে প্রায় হয়েই গেছে বলে মন্তব্য করেন এই অভিনেত্রী।

জাহ্নবী কাপুর

তবে পাত্রীর নাম কী, তা বলেননি জাহ্নবী। যদিও বিজয়ের প্রায় হয়ে যাওয়া বিয়ের পাত্রী কে, তা জানতে কারো সমস্যা হয়নি! দক্ষিণী সিনেমা দেখেন না এমন দর্শকরাও এত দিনে জেনে ফেলেছেন দক্ষিণী অভিনেত্রী রশ্মিকার সঙ্গে বিজয়ের সম্পর্ক নিয়ে জল্পনার খবর।

জাহ্নবী অবশ্য বিজয়সংক্রান্ত গুজব নিয়ে কিছু বলেননি। সম্প্রতি তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল নিজের স্বয়ম্বর সভায় (বিয়ের জন্য পাত্র পছন্দ করার অনুষ্ঠান) তিনি বিজয়কে দেখতে চান কি না! জাহ্নবী সেই প্রশ্নেরই সোজাসাপ্টা উত্তর দিয়ে দেন।

‘কফি উইথ করণ’-এর একটি পর্বে জাহ্নবীকে জিজ্ঞস করা হয়েছিল, যদি তাঁকে তাঁর বিয়ের জন্য স্বয়ম্বর সভার আয়োজন করতে দেওয়া হয়, তবে কোন কোন অভিনেতাকে রাখতে চাইবেন? জবাবে প্রথমে হৃতিক রোশন, রণবীর কাপুর এবং টাইগার শ্রফের নাম বলেন অভিনেত্রী। কিন্তু পরক্ষণেই নায়িকার খেয়াল হয়, যাঁদের নাম করেছেন তাঁদের প্রত্যেকেই হয় বিবাহিত, নয়তো স্থায়ী সম্পর্কে রয়েছেন। এরপরই জাহ্নবীকে দক্ষিণী অভিনেতা বিজয়ের নাম বলেন শোটির সঞ্চালক করণ জোহর। যার জবাবে জাহ্নবী বলেন, ‘ওরও তো প্রায় বিয়ে হয়েই গেছে!’

প্রতিশোধের হুঁশিয়ারি রাশিয়ার

সম্প্রতি মালদ্বীপেওে একসঙ্গে ভ্রমণ করেছেন বিজয়-রাশ্মিকা জুটি। যদিও সংবাদমাধ্যমে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে একত্রিত কোনো ছবি তারা প্রকাশ করেননি, তবে ভক্ত-অনুরাগীদের মতে একসঙ্গে ডেটিংয়ে প্রায়ই বিভিন্ন সফরে যান এই দুই তারকা। খুব শিগগিরই বিয়েও করতে যাচ্ছেন দুজন, এমনটাই ধারণা সবার। নিয়মিত গুজবও ছড়াচ্ছে এই দুই তারকার সম্পর্ক নিয়ে। যদিও দুজনের কেউ-ই এ বিষয়ে এখনো মুখ খোলেননি।