কিছুদিন আগেই দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মন্দানার সঙ্গে বাগদান সেরেছেন অভিনেতা বিজয় দেবরাকোন্ডা। আন্দন্দের মাঝেই হঠাৎ আসলো এক দুঃসংবাদ। ভয়াবহ এক সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন বিজয়। সোমবার (৬ অক্টোবর) তেলেঙ্গানার হায়দরাবাদ-বেঙ্গালুরু হাইওয়েতে এই দুর্ঘটনা ঘটে। ভারতীয় গণমাধ্যমে উঠে এসেছে এ তথ্য।
জানা গেছে, অভিনেতা বিজয় অন্ধ্রপ্রদেশের পুট্টাপার্থী থেকে হায়দরাবাদ যাচ্ছিলেন। তেলেঙ্গানার জোগুলাম্বা গাদওয়াল জেলায় পৌছালে অভিনেতার গাড়িকে আরেকটি গাড়ি পেছন থেকে ধাক্কা দেয়। এতে তাদের গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দুর্ঘটনার পর বিজয় ও তার পরিবারের সদস্যরা নিরাপদে হায়দরাবাদে পৌঁছেছেন।
এ ঘটনায় অভিনেতার গাড়িচালক স্থানীয় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। ইতোমধ্যে মামলার তদন্ত শুরু করেছে পুলিশ।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই উদ্বিগ্ন হয়ে পড়েন অভিনেতার ভক্ত-অনুরাগীরা। কেমন আছেন জানতে পাগল প্রায় তারকার ভক্তকুল। দুর্ঘটনার কিছুক্ষণ পরই সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে লেখেন, সব ঠিক আছে। গাড়িটি ধাক্কা খেয়েছে, তবে আমরা সবাই ভালো আছি। নিরাপদে ফিরেছি।
তিনি যোগ করেন, আমার মাথাব্যথা করছে। তবে বিরিয়ানি খেয়ে ঘুম দিলে এমন কিছু নেই, যা ঠিক হবে না। আর তোমাদের সবার প্রতি আমার আলিঙ্গন ও ভালোবাসা। দুর্ঘটনার খবর নিয়ে চাপ নেয়ার কিছু নেই।
বিজয় দেবরাকোন্ডাকে সর্বশেষ দেখা গেছে গৌতম তিন্নানুরি পরিচালিত তেলেগু স্পাই অ্যাকশন-থ্রিলার সিনেমা ‘কিংডম’। ছবিটি মুক্তি পায় গেল ৩১ জুলাই।
অভিনেতা হিসেবে তার চলচ্চিত্রে অভিষেক হয়েছিল ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত ‘নুভভিলা’ সিনেমার মাধ্যমে। যেখানে তিনি বিষ্ণু চরিত্রে অভিনয় করেছিলেন। তবে, কেন্দ্রীয় চরিত্রে প্রথম সিনেমা ‘পেল্লি চুপুলু’।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।