হলের পর ওটিটিতেও ঝড় তুলেছে বিজয় সেতুপতির ‘মহারাজা’

বিনোদন ডেস্ক : মুক্তির পর থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে বিজয় সেতুপতি অভিনীত তামিল ছবি ‘মহারাজা’। একদিকে যেমন সমালোচকদের কাছ থেকে দারুণ প্রশংসা অর্জন করেছে ছবিটি, তেমনি অন্যদিকে দর্শকদের কাছ থেকেও ব্যাপক সাড়া পেয়েছে।

যারই প্রেক্ষিতে এবার ২০২৪ সালে নেটফিক্স-এ সর্বাধিক দেখা (১৮.৬ মিলিয়ন ভিউ) ভারতীয় ছবির তালিকায় জায়গা করে নিলো ছবিটি।

বক্স অফিসে বিরাট বাণিজ্যিক সাফল্যের পর নিথীলান স্বামীনাথন পরিচালিত এই ছবি গত ১২ জুলাই ওটিটিতে মুক্তি পায়। আর সেখানেও দারুণ সাফল্য অর্জন করে মাত্র ছয় সপ্তাহের মধ্যেই ‘মহারাজা’ আগের সমস্ত রেকর্ড ভেঙে এই রেকর্ডটি গড়েছে।

সম্প্রতি নির্মাতারা তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে ‘মজারাজা’-এর একটি পোস্টার ভাগ করে নিয়ে ক্যাপশনে এই খবর দেন। তারা ক্যাপশনে লেখেন, ‘এখন একটিই ব্লকবাস্টার সর্বত্র ‘মহারাজা’। এটি ২০২৪ সালের এখন পর্যন্ত নেটফিক্স ইন্ডিয়া-তে সর্বাধিক দেখা ভারতীয় ছবি।’

এর আগ পর্যন্ত সর্বাধিক দেখা ভারতীয় ছবির মুকুট ছিল টাবু, কারিনা কাপুর এবং কৃতি স্যানন অভিনীত ‘ক্রু’-এর মাথায়। তাছাড়াও কিরণ রাও পরিচালিত ও আমির খান প্রযোজিত ‘লাপাতা লেডিস’ বক্স অফিসে সেভাবে ঝড় তুলতে না পারলেও, ওটিটি রিলিজের পর বেশ ভালো ফল করেছিল।

বক্স অফিসের ব্লক বাস্টার ছবি সন্দীপ রেড্ডি ভাঙা পরিচালিত ও রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিমেল’কেও পিছনে ফেলে দিয়েছিল ‘লাপাতা লেডিস’।-টাইমস অব ইন্ডিয়া