জওয়ানে বিজয়-শাহরুখের একসঙ্গে পর্দায় আসার জল্পনা যেন বেড়েই চলেছে

শাহরুখ বিজয়

বিনোদন ডেস্ক : জল্পনা ছিল বহু আগে থেকেই। বলিউড বাদশাহ শাহরুখ খানের আসন্ন চলচ্চিত্র ‘জওয়ান’-এ একটি বিশেষ চরিত্রে দেখা যাবে থালাপতি বিজয়কে। তবে এখন পর্যন্ত নির্ভরযোগ্য কোনো তথ্য না পেলেও জওয়ানে বিজয়-শাহরুখের একসঙ্গে পর্দায় আসার জল্পনা যেন বেড়েই চলেছে! তবে এবার জল্পনাই সত্যি হতে যাচ্ছে! জওয়ানে থাকছেন থালাপতি বিজয়।

শাহরুখ বিজয়

শোনা যাচ্ছে, অ্যাটলির প্যান-ইন্ডিয়ান ফিল্ম জওয়ানে বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে শাহরুখ খান এবং থালাপতি বিজয়কে।

জওয়ানের অ্যাকশন কোরিওগ্রাফার তামিল অভিনেতার ক্যামিওর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরো প্রকাশ করেছেন যে সিনেমাপ্রেমীরা বিজয় এবং শাহরুখ উভয়কেই একসঙ্গে একটি অ্যাকশন দৃশ্যে দেখবেন।

জানা গেছে, থালাপতি বিজয় জওয়ানে বিনা মূল্যে কাজ করেছেন। অভিনেতা তার বিশেষ উপস্থিতির জন্য কোনো ফি নেননি বলে শোনা যাচ্ছে।

শাহরুখ বিজয়1

এটা সবাই জানেন, বিজয়ের সঙ্গে পরিচালক অ্যাটলি এবং শাহরুখ খান উভয়ের সম্পর্কই চমৎকার। শাহরুখের সঙ্গে অ্যাটলির জওয়ান ঘোষণার পর থেকেই থালাপতি বিজয়ের ক্যামিও সম্পর্কে গুজব ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে। গত মাসে যখন জওয়ান প্রিভিউ মুক্তি পেয়েছিল, ভক্তরা বিজয়কে খোঁজার চেষ্টা করেছিল, কিন্তু খালি চোখে সেটি ধরা কঠিন। তবে আশা ছাড়েননি অনুরাগীরা।

ভক্তদের অনুমান, নির্মাতারা দর্শকদের জন্য একটি বড় চমক রাখতে যাচ্ছেন বিজেয়র মাধ্যমে। যদিও নির্মাতারা এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি, তবে জওয়ানের টিমের কারো কাছ থেকেও সরাসরি পাওয়া এই খবরটি সিনেমাপ্রেমীদের মাঝে দারুণ উত্তেজনা তৈরি করেছে। দুই সুপারস্টারকে এক ফ্রেমে একসঙ্গে দেখাটা দক্ষিণ ও হিন্দি দর্শকদের জন্য একটি উৎসবের মতো হতে যাচ্ছে। সম্প্রতি শাহরুখ খান প্রকাশ করেছেন যে জওয়ানে তার চরিত্রটি ফুটিয়ে তুলতে তিনি রজনীকান্ত, থালাপতি বিজয়, আল্লু অর্জুন এবং যশের প্রচুর সিনেমা দেখেছেন। এই সুপারস্টাররা এবং তাদের সিনেমা তাকে ভাষা এবং অভিব্যক্তি বুঝতে সাহায্য করেছে।

নিষেধাজ্ঞার পর যুক্তরাষ্ট্র-কানাডায় চাল নিয়ে কাড়াকাড়ি : ভিডিও ভাইরাল

দক্ষিণের ‘হিটমেকার’খ্যাত পরিচালক অ্যাটলির পরিচালনায় বলিউড ও দক্ষিণের তারকাসমৃদ্ধ জওয়ানে শাহরুখ খানের সঙ্গে থাকছেন বিজয় সেতুপাতি, নয়নতারা, প্রিয়ামণি, সানায়া মালহোত্রা, সুনীল গ্রোভারসহ একাধিক তারকা।
সূত্র : পিঙ্কভিলা