বলিউডের উঠতি তারকা বিজয় ভার্মা এবং তামান্না ভাটের সম্পর্কের ব্যাপারে গুঞ্জন এখন বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছে। দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাট ও বিজয়ের সম্পর্কের টানাপোড়েন অনেকেরই জানা। তবে, এখন শোনা যাচ্ছে, তামান্নাকে ভুলে ফাতিমা সানা শেখের দিকে মন দিয়েছেন বিজয়। ভারতীয় সংবাদমাধ্যমের খবরে এ তথ্য প্রকাশিত হওয়ার পর থেকে নেটিজেনদের মধ্যে আলোচনা চরমে পৌঁছেছে।

এখন মুক্তির অপেক্ষায় রয়েছে বিজয় ভার্মার নতুন ছবি ‘গুস্তাখ ইশ্ক’, যেখানে তার বিপরীতে অভিনয় করেছেন দঙ্গলকন্যা ফাতিমা সানা শেখ। শুটিংয়ের সময় তাদের মধ্যে বাড়তি রসায়ন গড়ে ওঠার গুঞ্জনও শুরু হয়েছে। ছবির প্রথম পোস্টারেই তাদের ঘনিষ্ঠ সম্পর্কের আলামত ফুটে উঠেছে, যা ইতিমধ্যেই দর্শকদের মধ্যে আগ্রহ সৃষ্টি করেছে।
বিজয় ভার্মা, ফাতিমার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে বলেন, ফাতিমার সঙ্গে কাজ করা মানে একধরনের স্বস্তি। সে এমন একজন ফুরফুরে মানুষ, যার উপস্থিতি আনন্দের। অভিনেত্রী হিসেবে খুবই দক্ষ এবং শুটিংয়ে সে সবসময় নিজের ১০০ শতাংশ দেয়। শটটা ঠিক না হওয়া পর্যন্ত সে একদম শান্ত থাকে না। তার সঙ্গে কাজ করতে মজা লাগে, কারণ আমাদের রসবোধটা একদম আলাদাৎ
বিজয় আরও জানান, ‘গুস্তাখ ইশ্ক’-এর প্রেমের গল্পটি একেবারে পুরনো দিনের মতো, যেখানে কম কথা বলা হলেও, অনুভূতিগুলো একে অপরকে প্রবলভাবে টানতে থাকে। ফাতিমাও এই ধরনের আবেগপূর্ণ রোমান্সে দারুণ দক্ষতা দেখিয়েছে বলে জানান তিনি।
গল্পের পেছনের এই সম্পর্কের রসায়ন নেটিজেনদের মধ্যে নতুন আলোচনার জন্ম দিয়েছে, বিশেষ করে যখন তারা জানে যে, ২০২৩ সালে বিজয় ও তামান্নার সম্পর্কের গুঞ্জন ছড়িয়েছিল, যার পর ছবি ভাইরাল হয়ে গিয়েছিল। তবে এখন অনেকেই জানি ফাতিমা এবং বিজয়ের মধ্যে কী হচ্ছে, তাদের ভবিষ্যতের সম্পর্কের কী পরিণতি হবে।
বিজয় এবং ফাতিমার রোমান্সভরা এই ছবিটি ২০২৪ সালে মুক্তি পাবে বলে ধারণা করা হচ্ছে, এবং এতে তাদের অনস্ক্রিন কেমিস্ট্রি দর্শকদের মনে নতুন এক দাগ কাটবে বলে মনে করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



