বিনোদন ডেস্ক : তামিল বক্স অফিসের কিং বলা হয় থালাপতি বিজয়কে। তার নামের জোরেই দুর্বল সিনেমাও প্রবেশ করে লাভের ঘরে। আর ইতিবাচক প্রতিক্রিয়া পেলে তো কথাই নেই, তখন সেটা যেন লম্বা রেসের ঘোড়া। সবশেষ মুক্তি পাওয়া তার অভিনীত সিনেমা ‘ভারিসু’। চিরচেনা ফ্যামিলি ড্রামা ঘরানার ছবি এটি।
নির্মাণে উতরে গেছেন পরিচালক ভামসি পেইদপালি। ফলে দর্শকের কাছে দারুণ ভালোবাসা পাচ্ছে ছবিটি। বক্স অফিসেও জারি রেখেছে রাজত্ব। একই সময়ে মুক্তি পাওয়া অজিতের ‘থুনিভু’-কে হটিয়ে চুটিয়ে ব্যবসা করছে ছবিটি।
গত ১১ জানুয়ারি মুক্তির পর এরই মধ্যে ১৪১ কোটি ৭০ লাখ রুপি আয় করে ফেলেছে ‘ভারিসু’। এটা অবশ্য শুধু ভারতের হিসাব। আন্তর্জাতিক বাজার হিসাব করলে ছবিটির আয় ছাড়িয়ে গেছে ২২০ কোটি রুপি। এর ফলে বিজয়ের টানা ১০টি সিনেমা ১০০ কোটি রুপির বেশি আয় করল। তার এই জয়রথ শুরু হয় ২০১৪ সালে ‘কাঠঠি’ সিনেমার মাধ্যমে। ৭০ কোটি বাজেটে নির্মিত সিনেমাটি আয় করেছিল ১৩০ কোটি রুপি।
এরপর যথাক্রমে মুক্তি পায় ‘পুলি’ (১০১ কোটি), ‘থেরি’ (১৫০ কোটি), ‘বৈরভা’ (১১৪ কোটি), ‘মেরসাল’ (২৬০ কোটি রুপি), ‘সরকার’ (২৫৩ কোটি), ‘বিগিল’ (৩০০ কোটি), ‘মাস্টার’ (৩০০ কোটি) ও ‘বিস্ট’ (২৫০ কোটি)।
উল্লেখ্য, ‘ভারিসু’ সিনেমায় বিজয়ের বিপরীতে অভিনয় করেছেন রাশমিকা মান্দানা। এছাড়াও আছেন প্রকাশ রাজ, আর শরতকুমার, প্রভু, যশোধা প্রমুখ। ছবিটি প্রযোজনা করেছে শ্রী ভেঙ্কটেশ ক্রিয়েশন।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস ও উইকিপিডিয়া
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।