বিনোদন ডেস্ক: রবিবার সন্ধ্যায় কয়েকটি ভারতীয় ভাষায় মুক্তি পেয়েছে বহুল প্রতিক্ষিত কন্নড় সিনেমা কেজিএফ: চ্যাপ্টার টুর ট্রেলার। ট্রেলার মুক্তি উপলক্ষে নির্মাতাদের পক্ষ থেকে বড় অনুষ্ঠান হয়েছে বেঙ্গালুরু শহরে। সেখানে ছিল সংবাদ সম্মেলনের আয়োজন। কেজিএফ টু মুক্তি পাচ্ছে ১৪ এপ্রিল। এর একদিন আগেই আসছে তামিল সুপারস্টার থালাপতি বিজয়ের ডার্ক থ্রিলার বিস্ট।
কেজিএফ টু ও বিস্টের মুখোমুখি অবস্থান নিয়ে দর্শক, পর্যবেক্ষকদের মধ্যে কৌতূহল আছে। কেজিএফ টুর ট্রেলার মুক্তির আয়োজনের তাই প্রশ্নটি উঠে এসেছিল। সাংবাদিকরা কেজিএফ টু সংশ্লিষ্টদের কাছে প্রশ্ন রাখেন, তারা কীভাবে বিস্টকে মোকাবেলার পরিকল্পনা করছেন।
কেজিএফ টুর নায়ক যশ বেশ বিনয়ের সঙ্গে জবাব দিয়েছেন, ‘কথাটা হবে কেজিএফ ও বিস্ট। কেজিএফ বনাম বিস্ট নয়। এটা কোনো নির্বাচন নয়। নির্বাচনে ভোটাররা একটি ভোট দিতে পারেন, তাই তাদের ভোট পাওয়া নিয়ে প্রার্থীদের মধ্যে লড়াই শুরু হয়। তাতে একজন জেতেন, অন্যজন হারেন। কিন্তু এটা সিনেমা। দর্শক আমার এবং তার সিনেমা দুটোই দেখতে পারবেন। বিজয় স্যার অনেক বড় তারকা। আমরা তাকে সম্মান করি।’
যশ মনে করেন ভারতে কেজিএফ ও বিস্ট চলার মতো প্রচুর সিনেমা হল রয়েছে। তাই তিনি নিজের সিনেমাকে কোনোভাবেই বিজয়ের বিস্টের মুখোমুখি ভাবতে রাজি নন। বরং বিজয়ের প্রতি তার মন্তব্য এমন—তিনি অনেক বছর ধরে আমাদের আনন্দ দিয়ে আসছেন। যেদিন আমি ভাবতে শুরু করব সিনিয়রদের চেয়ে বড় কিছু হয়ে গিয়েছি, সেদিনই আমার পতন শুরু হবে। বিজয়ের ভক্তরা তার সিনেমাকে উদযাপন করেন। আমি এটাও বিশ্বাস করি, বিজয় স্যারের ভক্তরা আমার ছবিও ভালোবাসবেন।
কেজিএফ টুতে যশ ছাড়াও অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, প্রকাশ রাজ ও রাভিনা টেন্ডন। সিনেমাটি পরিচালনা করেছেন প্রশান্ত নীল। অন্যদিকে বিস্ট সিনেমায় বিজয়ের বিপরীতে আছেন পূজা হেগড়ে। সিনেমাটি পরিচালনা করেছেন নেলসন দিলীপকুমার।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
৭৯ বয়সেও হাত দিয়ে ভাঙলেন কাচ! ভয়ংকর স্টান্ট করলেন অমিতাভ বচ্চন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।