বিনোদন ডেস্ক : রজনীকান্তের পর তামিল সিনেমায় সুপারস্টার তকমা পাওয়া তারকাদের কয়েকজনের অন্যতম থালাপতি বিজয়। ভারত এবং ভারতের বাইরে তার সিনেমাকে ঘিরে থাকে আলাদা উম্মাদনা। বলা হয়ে থাকে তামিল সিনেমার সবচেয়ে বড় বিজ্ঞাপনের নাম থালাপাতি বিজয়। এই সুপারস্টারের ৬৫তম ছবি ‘বিস্ট’ সিনেমা বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে আজ।
ছবি মুক্তির প্রথম দিনেই থালাপতি বিজয়কে নিয়ে বাড়তি উন্মদনা থাকে বরাবরই। এবারও তার ব্যতিক্রম নয়। ছবি মুক্তির দিনে তার মূর্তি শোভা পাচ্ছে তামিল নাড়ুতে। ভারতীয় গণামধ্যমের খবর তামিলনাড়ুর ইরোডে একটি ইলেকট্রনিক্স কোম্পানি ৪ লাখ রুপি ব্যায়ে নির্মাণ করেছে বিজয়ের একটি মূর্তি। বিজয় ভক্তরা যেনো ছবি তুলতে পারে এই জন্যই বানানো হয়েছে এটি।
এদিকে মুক্তির প্রথম দিনেই খুব একটা ভালো রিভিউ আসছে না বিস্টের। ধারণা করা হচ্ছে বিজয় অভিনীত মাস্টার’এর মতো এতোটা প্রশংসা কুড়াতে পারবেনা ছবিটি।
‘বিস্ট’ এ বিজয় একজন ‘র’ এর এজেন্ট চরিত্রে অভিনয় করেছেন। নেলসন দিলীপকুমার পরিচালিত এই ছবিতে আরও অভিনয় করেছেন পূজা হেগড়ে, অংকুর ভিকাল, সেলভারাঘবন, যোগী বাবু, রেডিন কিংসলে, অপরান দাস, সতীশ এবং ভিটিভি গণেশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।