বিনোদন ডেস্ক : বলিউডের নতুন দম্পতি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। সংসারজীবন সুখেই কাটছে- সম্প্রতি অনুষ্ঠিত আইফা অ্যাওয়ার্ডের আসরে জানিয়েছিলেন ভিকি। এরইমধ্যে দুই জনের সংসারে তৃতীয় ব্যক্তির ‘প্রবেশ’। বলিউডের জনপ্রিয় নির্মাতা ও কোরিওগ্রাফার ফারাহ খানের সঙ্গে ক্রোয়েশিয়ায় দেখা গেছে ভিকিকে। ক্রোয়েশিয়ায় তোলা একটি ছবি ফারাহ নিজেই প্রকাশ্যে এনেছেন।
তবে অন্য নারীর সঙ্গে স্বামীর এই ছবি দেখে শঙ্কিত নন ক্যাটরিনা। উল্টো দুজনের এই ছবিতে নিজের ভালোবাসার কথাও জানিয়ে দিয়েছেন। কারণ পুরো বিষয়টিই রসিকতা; তা বুঝতে মোটেই অসুবিধা হয়নি ক্যাটরিনার।
শনিবার ইনস্টাগ্রাম স্টোরিতে ভিকির সঙ্গে নিজের ছবি প্রকাশ করে ফারাহ লিখেছেন, ‘দুঃখিত ক্যাটরিনা। ভিকি নতুন কাউকে খুঁজে নিয়েছে।’ সেই একই ছবি পোস্ট করে ইনস্টাগ্রামে ক্যাটরিনা লিখেছেন, ‘সেই মানুষটি আপনি হলে ঠিক আছে।’
ক্যাটরিনা ও ফারাহর এই রসিকতায় যোগ দিয়েছেন ভিকিও। তিনি লিখেছেন, ‘আমি ও ফারাহ শুধুই ভালো বন্ধু’!
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।