বিনোদন ডেস্ক : বেশ কয়েক বছর ধরে আড়ালে-আবডালে প্রেম করার পর ২০২১ সালে গাঁটছড়া বাঁধেন বলিউড অভিনেতা ভিকি কৌশল ও অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। সে বছরের ৯ ডিসেম্বর রাজস্থানের সাওয়াই মাধোপুরের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় সাতপাক ঘোরেন তারা।
এ জুটির প্রেম নিয়ে বলিউডপাড়ায় ফিসফাস থাকলেও বিয়ের আগে কখনো নিজেদের সম্পর্কের বিষয়ে জনসমক্ষে মুখ খোলেননি ভিকি বা ক্যাটরিনা।
বলিউডে বেশির ভাগ জুটিই একে অপরের প্রেমে পড়েন কোনো ছবির সেটে। ভিকি ও ক্যাটরিনা সে ক্ষেত্রে ব্যতিক্রম। এখনো পর্যন্ত কোনো ছবিতে একসঙ্গে কাজ করতে দেখা যায়নি তাদের। কবে পর্দায় তাদের জুটি হিসাবে দেখতে পাবেন অনুরাগীরা? তাদের কৌতূহলী প্রশ্নের উত্তর দিলেন বলিউড অভিনেতা নিজেই।
সম্প্রতি এক সাংবাদিক ভিকিকে প্রশ্ন করেন, কবে তাকে ও ক্যাটরিনাকে ছবিতে একসঙ্গে দেখা যাবে? সে প্রশ্ন এড়িয়ে যাননি অভিনেতা। বরং তিনি বলেন, ‘‘আমি খুব আশা করছি যাতে ওই দিনটা তাড়াতাড়ি আসে। সঠিক প্রস্তাব পেলে তো আমরা দুজনেই একসঙ্গে কাজ করতে রাজি।’’
ভিকির উৎসাহ দেখে খুশি তার ও ক্যাটরিনার অনুরাগীরা। বাস্তবের জুটিকে পর্দায় দেখতে যে রীতিমতো মুখিয়ে রয়েছেন অনুরাগীরা, তার প্রমাণ মিলেছে সমাজমাধ্যমের পাতায় তাদের মন্তব্যে।
বলিউড পরিচালক ও প্রযোজক করণ জোহরের ‘কফি উইথ করণ’ টক শোয়ে গিয়ে প্রথম ভিকির কথা উল্লেখ করেন ক্যাটরিনা। তাকে ভিকির সঙ্গে পর্দায় ভালো মানাবে বলে মন্তব্য করেছিলেন ক্যাটরিনা। সে কথা করণ পরের একটি পর্বে ভিকিকে জানাতেই, মজার ছলে মাথা ঘুরে পড়ে যাওয়ার ভান করেন ‘উরি: দ্য সার্জিকাল স্ট্রাইক’ খ্যাত অভিনেতা।
তারপরেই নাকি জোয়া আখতারের এক পার্টিতে একে অপরের সঙ্গে পরিচিত হন ভিকি ও ক্যাটরিনা। বন্ধুত্ব গড়ায় প্রেমে। কয়েক বছরের প্রেমের পর ২০২১ সালের ডিসেম্বর মাসে চার হাত এক হয় যুগলের। এবার তাদের একসঙ্গে পর্দায় দেখার অপেক্ষায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।