বিনোদন ডেস্ক : এক সাক্ষাৎকারে জীবনের নানা কথা বলেছেন বিক্রান্ত। জানিয়েছেন, তাঁর পরিবার সর্বধর্ম সমন্বয় প্রথায় বিশ্বাসী। মা শিখ, বাবা খ্রিষ্টান, ভাই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং তাঁর স্ত্রী হিন্দু। বিক্রান্ত জানিয়েছেন, তাঁর ভাই মাত্র ১৭ বছর বয়সেই ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছিলেন।
অভিনেতা বিক্রান্ত মসির শেষ অভিনীত ছবির নাম ‘টুয়েলফথ ফেল’। এই ছবিতে অভিনয় করে প্রশংসার পাশাপাশি পুরস্কারও পেয়েছেন তিনি। সেরা অভিনেতা (ক্রিটিক) হিসেবে জিতে নিয়েছেন এ বছরের ফিল্মফেয়ার অ্য়াওয়ার্ডও। এক সাক্ষাৎকারে জীবনের নানা কথা বলেছেন বিক্রান্ত। জানিয়েছেন, তাঁর পরিবার সর্বধর্ম সমন্বয় প্রথায় বিশ্বাসী। মা শিখ, বাবা খ্রিষ্টান, ভাই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং তাঁর স্ত্রী হিন্দু। বিক্রান্ত জানিয়েছেন, তাঁর ভাই মাত্র ১৭ বছর বয়সেই ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছিলেন।
বিক্রান্ত বলেছেন, “মাত্র ১৭ বছর বয়সে আমার ভাই ইসলাম ধর্ম গ্রহণ করেন। আমার বাবা ভাইকে সমর্থন করেছিলেন। ছোট থেকেই ওর নাম মোইন এবং আমার নাম বিক্রান্ত রাখা হয়। আমি ভাবতাম, ওর নাম মোইন রাখা হয়েছে কেন। ১৭ বছর বয়সে ও ইসলাম ধর্ম গ্রহণ করল এবং ওকে বাবা বললেন, ‘তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করে আনন্দ পাও, তা হলে তাই করো।’ আমার বাবা কিন্তু প্রত্যেক সপ্তাহে দু’বার গির্জায় গিয়ে প্রার্থনা করে আসেন।
ছোট থেকে আমি অনেক বিতর্ক দেখে বড় হয়েছি। আমাদের বৃহত্তর পরিবারে ভাইয়ের এই সিদ্ধান্তকে মেনে নেওয়াই হয়নি। কিন্তু বাবা রুখে দাঁড়িয়ে বলেছিলেন, ‘ও আমার ছেলে। ও কেবল আমাকে উত্তর দেবে। নিজের জীবন নিজের শর্তে অতিবাহিত করার সম্পূর্ণ অধিকার আছে ওর।’”
পারিবারিকভাবে সর্বধর্ম সমন্বয়ের কারণে বিক্রান্তের বাড়িতে সারাবছর সব ধর্মের উৎসব পালিত হয়। খুশির ঈদ থেকে শুরু করে নবরাত্রী, বড়দিন এবং গুরু নানকের জন্মদিনও। বিক্রান্তের সদ্যজাত পুত্রকে এই পরিবেশ দিতে পেরে তিনি বেশ খুশি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।