বিনোদন ডেস্ক : ভোট দিতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল চলচ্চিত্র পরিবেশক এমএম মনজুর রহমানের। শনিবার (৬ জানুয়ারি) ভোর রাতে পটুয়াখালী যাওয়ার পথে বাস দুর্ঘটনায় ঘটনাস্থলে মারা যান তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
প্রযোজক খোরশেদ আলম খসরুর টিওটি ফিল্মস, শাকিব খানের এসকে ফিল্মস, বেঙ্গল মাল্টিমিডিয়াসহ বেশকিছু প্রযোজনা প্রতিষ্ঠানের চলচ্চিত্র মুক্তির সময় পরিবেশনা করতেন মনজুর রহমান। সর্বশেষ ‘গলুই’, ‘লিডার আমিই বাংলাদেশ’, ‘প্রিয়তমা’ সিনেমাগুলো পরিবেশনা করেছিলেন তিনি।
খোরশেদ আলম খসরু বলেন, ভোট দিতে গ্রামের বাড়ি যাচ্ছিলেন তিনি। ভোর রাতে ঘন কুয়াশায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান।
পটুয়াখালীর দশমিনা উপজেলায় শনিবার আসরের নামাজের পর মনজুর রহমানের জানাজা অনুষ্ঠিত হয়। পরিবেশক মুনজুর রহমানের মৃত্যুতে পরিচালক তপু খান, অপূর্ব রানাসহ অনেকেই ফেসবুকে পোস্ট দিয়ে শোক প্রকাশ করেছেন।
গত ১৫ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণা করেন। সেই তফসিল অনুসারে ৭ জানুয়ারি সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। এ ভোটগ্রহণ একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত। সারা দেশের মোট ৩০০ আসনের মধ্যে ২৯৯ আসনে স্বচ্ছ ব্যালট পেপারে ভোট দিচ্ছেন ভোটাররা। নওগাঁ-২ আসনের একজন প্রার্থী মারা যাওয়ায় সেখানে ভোট স্থগিত করা হয়।
ইসির তথ্য অনুযায়ী, এবার ২৮টি রাজনৈতিক দলের মোট ১ হাজার ৯৭০ প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ নির্বাচনে মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৮৯ হাজার ২৮৯ জন। তার মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৬ কোটি ৭ লাখ ৬৯ হাজার ৭৪১ জন। নারী ভোটার রয়েছেন ৫ কোটি ৮৯ লাখ ১৮ হাজার ৬৯৯ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ৮৪৯। মোট চূড়ান্ত ভোটকেন্দ্র ৪২ হাজার ১৪৮টি এবং চূড়ান্ত ভোটকক্ষ ২ লাখ ৬১ হাজার ৫৬৪টি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।