স্পোর্টস ডেস্ক : লা লিগায় শিরোপার দৌড়ে বড় ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ। মাদ্রিদের জার্সিতে পেনাল্টি মিস করলেন ভিনিসিয়ুস জুনিয়র! আর তার ওই পেনাল্টি মিসই গড়ে দিল ব্যবধান। নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ভ্যালেন্সিয়ার কাছে ২-১ গোলে হেরেছে কার্লো আনচেলত্তির দল।
শনিবার রাতে অনুষ্ঠিত ম্যাচে নির্ধারিত সময় শেষে যখন ড্রয়ের আভাস মিলছিল, তখনই নাটকীয় মুহূর্ত। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে হুগো দুরো গোল করে জয় এনে দেন ভ্যালেন্সিয়াকে।
প্রথমার্ধের ১৩তম মিনিটে পেনাল্টি পেয়েছিল রিয়াল। স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হন ভিনি। তার দুর্বল শট ভ্যালেন্সিয়া গোলরক্ষক গিওর্গি মামারদাশভিলি ফিরিয়ে দেওয়ার ২ মিনিট পরেই মুকতার দিয়াখাবির গোলে এগিয়ে যায় ভ্যালেন্সিয়া।
বিরতির পর ৫০তম মিনিটে রিয়াল সমতায় ফেরে সেই ভিনির সৌজন্যেই। লুকা মদরিচের কর্নার থেকে জুড বেলিংহামের পাস পেয়ে এবার আর ভুল করেননি ব্রাজিল তারকা।
এরপর বেশ কয়েকটি গোলের সুযোগ নষ্ট করা রিয়াল গোল খেয়ে বসে যোগ করা সময়ের ৫ মিনিটে। রাফা মিরের দুর্দান্ত এক ক্রসে হেড করে গোল করে বদলি খেলোয়াড় উগো দুরো।
এই হারে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সুবিধা করে দিল রিয়াল। ৩০ ম্যাচে পাঁচটিতে হারা রিয়ালের পয়েন্ট ৬৩। এক ম্যাচ কম খেলা বার্সার পয়েন্ট। রাতে রিয়াল বেতিসকে হারালে ব্যবধানটা ৬ করে ফেলবে বার্সেলোনা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।