স্পোর্টস ডেস্ক : ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়রকে দলে পেতে মরিয়া সৌদি ক্লাব আল আহলি। তাকে দলে ভেড়াতে রেকর্ড পরিমাণ অর্থ খসাতে রাজি দলটি। ইউরোপীয় সংবাদমাধ্যমে খবর চাউর হয়েছে, রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ডের জন্য নাকি ৩৫০ মিলিয়ন ইউরো বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪,৯৪৫ কোটি টাকা ট্রান্সফার ফি পরিশোধ করতে তৈরি আল আহলি।
যদি এই দামে রিয়াল ছেড়ে আল আহলিতে পাড়ি জমান ভিনিসিয়ুস, তাহলে এটাই হবে ফুটবল ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল দলবদল। এর আগে নেইমার ২০১৭ সালে ২২২ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে বার্সেলোনা থেকে পিএসজিতে যোগ দিয়েছিলেন। এখন পর্যন্ত সেটিই সবচেয়ে ব্যয়বহুল দলবদল হিসেবে টিকে আছে।
রিয়াল মাদ্রিদের সঙ্গে ভিনিসিয়ুসের বর্তমান চুক্তির মেয়াদ ফুরাবে ২০২৭ সালের জুনে। তবু এখনই তার সঙ্গে নতুন চুক্তি করতে চায় রিয়াল। তবে চুক্তি নবায়নের শর্ত হিসেবে মোটা অঙ্কের বোনাস দাবি করেছেন ব্রাজিলিয়ান এই তারকা, সঙ্গে আছে বেতন বৃদ্ধির দাবিও।
রিয়াল তার সেসব শর্তে রাজি নাকি রাজি না–এ নিয়ে যখন কিছুটা ধোঁয়াশা তৈরি হয়েছে, তখনই আলোচনায় এল আল আহলির নাম। যদিও এখনো কোনো পক্ষই এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
২০২৪-২৫ মৌসুমে রিয়ালের হয়ে ৫৮ ম্যাচে ১৯ গোল করা ভিনিসিয়ুস এর আগে একাধিকবার জানিয়েছিলেন, তিনি বার্নাব্যু ছাড়তে চান না। তবে সৌদি ক্লাব যদি সত্যিই তাকে মোটা অঙ্কের চুক্তি করে বসে, তখন তার মত বদলাতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.