বিনোদন ডেস্ক : শিহাব শাহীনের নির্দেশনায় এলো নতুন ওয়েব ফিল্ম, ‘বাবা সামওয়ান ফলোয়িং মি’। যেটির গল্প এই নির্মাতার সঙ্গে ঘটে যাওয়া একটা ঘটনাকে কেন্দ্র করে! ক্রাইম-থ্রিলার এই ফিল্মটিতে বাবা আর মেয়ের গল্প তুলে ধরেছেন নির্মাতা।
এখানে বাবার চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম এবং মেয়ের চরিত্রে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ। বৃহস্পতিবার সন্ধ্যায় অনলাইন প্ল্যাটফরম বিঞ্জ অ্যাপে মুক্তি পাওয়া এ ওয়েব ফিল্মটির প্রিমিয়ার হয় একই দিন সন্ধ্যা সাড়ে ৬টায় স্টার সিনেপ্লেক্সের মহাখালী শাখায়।
যেখানে উপস্থিত ছিলেন ফিল্মটির অভিনেতা-অভিনেত্রীরা। শিহাব শাহীন জানিয়েছেন, ফিল্মটি নির্মিত হয়েছে তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে। তার মেয়ে অস্ট্রেলিয়া থাকেন। একদিন সে তার বাবাকে ফোন দিয়ে বলে যে, ‘বাবা, সামওয়ান ফলোয়িং মি’।
সে বিষয়কে ঘিরেই সিনেমাটির গল্প। এতে মেয়ের চরিত্রে অভিনয় করা তাসনিয়া ফারিণ বলেন, এই ওয়েব ফিল্মে আমার চরিত্রের নাম বিজয়া।
ফিল্মের বেশির ভাগ দৃশ্য ছিল ফোনালাপের। আমার বেশকিছু অংশের শুটিং হয়েছে অস্ট্রেলিয়ায়। চিত্রনাট্য পড়ে ও নির্মাতার সঙ্গে কথা বলেই চরিত্রটি ধারণের চেষ্টা করেছি। এ ছাড়া এত এত অভিজ্ঞ অভিনয়শিল্পীর সঙ্গে কাজ করলে নতুন কিছু শেখা যায়। সব মিলিয়ে আমার ক্যারিয়ারের সব থেকে ভিন্ন অভিজ্ঞতার একটি কাজ এটি।
বাসর রাতে আম্রপালির করে উদ্দাম রোমান্সে মাতলেন নিরহুয়া, ভাইরাল ভিডিও
কারণ শুটিংয়ের সময় মনে হচ্ছিল এ ধরনের ঘটনা আসলেই আমার সঙ্গে ঘটে যাচ্ছে! শহীদুজ্জামান সেলিম ও তাসনিয়া ফারিণ ছাড়াও অন্য একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ইরফান সাজ্জাদকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।