জুমবাংলা ডেস্ক : বিড়ালদের স্বভাবই কৌতূহলী, কিন্তু এই বিড়াল যেন রীতিমতো গোয়েন্দাগিরিতেই নেমে পড়েছে! সম্প্রতি ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, রান্নাঘরের পাটাতনের ওপরে উঠে জানলার পর্দা সরিয়ে বাইরে উঁকি দিচ্ছে এক বিড়াল। কারণ? প্রতিবেশীদের মধ্যে চলছে তুমুল ঝগড়া!
ভিডিওটি ‘পিউবিটি’ নামের এক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যায়, বিড়ালটি প্রথমে একদৃষ্টিতে বাইরের ঝগড়া পর্যবেক্ষণ করছে। মালিক ডাকার পরই যেন ধরা পড়ে গেছে এমন ভাব নিয়ে তড়িঘড়ি নিচে নেমে পড়ে সে! মুহূর্তটি এতটাই মজার যে, দেখে অনেকেই হাসতে বাধ্য হয়েছেন।
এই ভিডিও ইতিমধ্যেই নেটিজেনদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। এক ব্যবহারকারী মজা করে লিখেছেন, “পাড়ায় পাড়ায় প্রতিবেশীদের মধ্যে এমন ঘটনা হরহামেশাই দেখা যায়, তবে এই বিড়ালের মতো কৌতূহলী দর্শক খুব কমই পাওয়া যায়!”
ভিডিওটি কোথাকার, তা স্পষ্ট না হলেও, বিড়ালটির ‘গোয়েন্দাগিরি’ দেখে হাসির রোল উঠেছে সোশ্যাল মিডিয়ায়। আপনার পোষ্যও কি এমন কৌতূহলী? মন্তব্যে জানান!
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।