ভাইরাল হতে গিয়ে বিপদে উরফি, হাসপাতালে ভর্তি

উরফি জাভেদ

বিনোদন ডেস্ক : উরফি জাভেদ ভক্তদের জন্য খারাপ খবর, হাসপাতালে ভর্তি অভিনেত্রী! যাঁর সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই দেখা যায় ফ্যাশনেবল আর সে.ক্সি ছবি, তবে এবার হাসপাতালের বিছানায় বসে ছবি পোস্ট করলেন উরফি। দিলেন নিজের হেলথ নিয়ে আপটেড।

উরফি জাভেদ

ইনস্টাগ্রাম স্টোরিতে উরফি জানিয়েছেন, নিজের শরীরের প্রতি অবহেলার জেরে এই দশা তাঁর। শরীরের ঠিকভাবে যত্ন না নেওয়ায় হাসপাতালে ভর্তি হতে হয়েছে। ইনস্টাগ্রাম স্টোরিতে যে ছবি উরফি শেয়ার করেছেন, সেখানে তাঁর অভিব্যক্তি দেখে মনে হচ্ছে হাসপাতালের খাবার মুখে রুচছে না তাঁর। সামনে রাখা খাবার, আর মুখ বেজার করে বসে আছেন উরফি। তাঁর পরনে হাসপাতালের পোশাক। অভিনেত্রী জানিয়েছেন, ‘এখানে থাকাকালীন আমি অনেক বেশি সময় পেয়েছি। হ্যাঁ, এটাই ঘটেছে, আমি আমার স্বাস্থ্যকে উপেক্ষা করেছি এবং এখন…’।

বিগ বস ওটিটি খ্যাত উরফির ঘনিষ্ঠ সূত্র মারফত খবর, গত দুই-তিন দিন ধরে বমি করছেন নায়িকা সঙ্গে ধুম জ্বর! এরপরই মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন উরফি। রক্ত পরীক্ষা করা হয়েছে অভিনেত্রীর। সেই সব টেস্ট রিপোর্ট এলেই জানা যাবে উরফির অসুস্থতার কারণ কী?

এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া সেনসেশন উরফি জাভেদ। বিগ বস ওটিটি খ্যাত এই মডেল তথা অভিনেত্রী হামেশাই চর্চায় থাকেন নিজের স্টাইল স্টেটমেন্টের জন্য। উরফির উদ্ভট সাজপোশাক দেখে নেটিজেনদের চোখ সবসময়ই গোলগোল। কখনও দড়ি গায়ে জড়ান উরফি তো কখনও প্লাস্টিক পরেই রাস্তায় বার হন।

মুম্বইয়ের রাস্তায় খোলামেলা পোশাকে হেঁটে বহুবার বিতর্ক তৈরি করেছেন তিনি। দিল্লির এই মেয়ে নিজের সাহসী অ্যাপিয়ারেন্সের জন্য সোশ্যাল মিডিয়া স্টারের তকমা পেয়েছেন। ইনস্টাগ্রামে হু হু করে বাড়ছে তাঁর ফলোয়ার সংখ্যা, আর রাতারাতি বেড়ে যাচ্ছে উরফির দর। ‘বেপনহা’. ‘জিজি মা’-এর মতো সিরিয়ালে অভিনয় করা এই কন্যে নিজের অধিকাংশ পোশাক নিয়েই ডিজাইন করেন।

সম্প্রতি ইনস্টাগ্রামে সম্পূর্ণ টপলেস হয়ে একগুচ্ছ ছবি শেয়ার করেছিলেন উরফি। লম্বা চুল দিয়ে গো.প.না ঙ্গ আড়াল করতে দেখা গিয়েছে উরফিকে।

প্রচার হলো ‘হাওয়া’র নতুন গান, উত্তাল নেট দুনিয়া

তাঁর সমালোচকের যেমন কমতি নেই, তেমনই উরফি জাভেদের ফলোয়ার সংখ্যাও কম নয়। উরফির হাসপাতালে ভর্তি হওয়ার খবরে নিঃসন্দেহে মন খারাপ তাঁর অনুরাগীদের। দ্রুত সুস্থ হয়ে উঠুক উরফি, এই প্রার্থনাই করছেন তাঁর ভক্তরা।