বিনোদন ডেস্ক : বলিউড তারকাদের জীবনযাপন সবসময়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। কিন্তু কখনও কখনও তাঁদের ফ্যাশন স্টেটমেন্টই হয়ে ওঠে বিতর্কের কারণ। বিশেষ করে, কিছু নায়িকা তাঁদের পোশাকের জন্য চরম কটাক্ষের শিকার হয়েছেন। এখানে থাকছে এমনই ছয়জন নায়িকার নাম, যাঁরা পোশাক নির্বাচনের জন্য ট্রোলড হয়েছেন।
মৌনী রায়:
টেলিভিশন ও বলিউডের জনপ্রিয় অভিনেত্রী Mouni Roy একবার লং ড্রেস পরে গাড়ি থেকে নামার সময় অস্বস্তিতে পড়েন। মুহূর্তেই সেই দৃশ্য ভাইরাল হয় এবং নেটিজেনদের কটাক্ষের শিকার হন তিনি।
উরফি জাভেদ:
ব্যতিক্রমী ফ্যাশনের জন্য পরিচিত Urfi Javed প্রায়ই সোশ্যাল মিডিয়ায় সমালোচিত হন। সেফটিপিন, শামুকসহ নানা অদ্ভুত পোশাক পরার জন্য তিনি একাধিকবার ট্রোলড হয়েছেন।
হিনা খান:
জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী Hina Khan ক্যান্সার রোগীদের জন্য আয়োজিত এক অনুষ্ঠানে অফ-শোল্ডার টপ ও ডেনিম পরেছিলেন। অনেকে মনে করেন, এমন ইভেন্টে তাঁর পোশাক যথাযথ ছিল না, তাই কটাক্ষের মুখে পড়তে হয় তাঁকে।
দেবলীনা ভট্টাচার্য:
‘গোপী বহু’ খ্যাত Devoleena Bhattacharjee একবার কালো ব্রালেট পরে বেলি ডান্সের ভিডিও শেয়ার করেন। নেটিজেনদের একাংশ এতে আপত্তি জানিয়ে তাঁকে কঠোর ভাষায় ট্রোল করে।
অনেরী ভাজানি:
টিভি অভিনেত্রী Aneri Vajani যোগ দিবসে অন্তর্বাস পরে ছবি শেয়ার করেছিলেন। এরপর থেকেই তাঁকে শরীরের গঠন নিয়ে সমালোচনার মুখে পড়তে হয়।
সঞ্জিদা শেখ:
জনপ্রিয় অভিনেত্রী Sanjeeda Sheikh খোলামেলা গাউন পরে ছবি আপলোড করার পর নেটিজেনদের কটাক্ষের শিকার হন। অনেকে তাঁর ফ্যাশন সেন্স নিয়ে প্রশ্ন তোলেন।
বলিউড তারকাদের জন্য পোশাকের কারণে ট্রোলড হওয়া যেন নতুন কিছু নয়। তবে তাঁরা কটাক্ষ উপেক্ষা করে নিজেদের মতোই এগিয়ে যাচ্ছেন!
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।