বিনোদন ডেস্ক : পর্দায় বলিউড অভিনেতা জনি লিভারের উপস্থিতি মানেই ঝিমিয়ে পড়া দর্শকদের মুখে হাসি। এবার কমেডিয়ান জনি লিভার সামনে এলেন গায়ক হয়ে। তাও আবার বিলেতে খাঁটি বাংলায় লোকগান গাইলেন তিনি! আর সেই ভিডিওই ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
ইংল্যান্ডে ঘুরতে গিয়ে নিরিবিলি রাস্তায় হাঁটতে হাঁটতেই গুনগুনিয়ে ওঠেন তিনি। তারপর ক্যামেরার সামনে এসে গান ধরেন তিনি। খাঁটি বাংলায় লোকগান – ‘তুমি যদি বন্ধু থাকো উদাসী/ সকালের ফুল তবে বিকেলে বাঁশি/ অচেনা পাখি উড়িয়া আসিবে/ বসবে যৌবন ডালে/ পিরিত জমে না, জমে না, জমে না সই/ মন যদি মনেতে না মেলে।’
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, তার গান শুনে আরও একজন অভিনেতা পাশে এসে গানের তালে তাল দিচ্ছেন। বোঝাই যাচ্ছে, আশপাশের লোকজন বেশ পছন্দই করেছেন জনি লিভারের বাংলা গান। সে গানের অর্থ বুঝুক বা না বুঝুক।
দীর্ঘ কেরিয়ারের বহু সম্মান পেয়েছেন জনি লিভার। ‘দুলহে রাজা’ এবং ‘দিওয়ানা মস্তানা’ সিনেমার জন্য দুটি ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন, সেরা কৌতুকাভিনেতা হিসাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।