পুলিশের পোশাকে ভাইরাল বিদ্যা সিনহা মিম!

বিনোদন ডেস্ক : ঢালিউডে বিদ্যা সিনহা মিমের আসনটি অন্যদের চেয়ে একটু উঁচুতে। টালিউডেও সুনাম রয়েছে তার। এর আগে সেখানে মুগ্ধতা ছড়িয়েছেন এ অভিনেত্রী। ফের ছড়িয়ে দিতে আসছেন নিজের অভিনয় ও সৌন্দর্যের একরাশ মুগ্ধতা।

মুক্তির অপেক্ষায় রয়েছে মিম অভিনীত টালিউড সিনেমা ‘মানুষ’। এতে টালিউড সুপারস্টার জিতের সঙ্গে পর্দা ভাগ করেছেন তিনি। ছবিতে পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন মিম। চরিত্রটির নাম মন্দিরা। রোববার (১৯ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে মন্দিরাকে সামনে আনলেন মিম। এরপরই ভাইরাল হয়ে যায় সেই পোস্ট।

নিজের ফেসবুকে মন্দিরা চরিত্রের একটি ছবি প্রকাশ করেছেন মিম। সেখানে দেখা গেছে পুলিশ অফিসার মন্দিরার বেশে তিনি। ক্যাপশনে লিখেছেন, মুক্তিপ্রতিক্ষিত ‘মানুষ’-এর এক ঝলক। চরিত্র মন্দিরা।

এদিকে প্রিয় তারকাকে এমন লুকে দেখতে সন্তুষ্ট তার অনুরাগীরা। মন্তব্যের ঘরে তারা শুভকামনা জানিয়েছেন মিমকে।

মিমের ফেসবুক থেকে নেওয়া

প্রসঙ্গত, ‘মানুষ’ সিনেমা প্রযোজনা করেছে জিতের প্রযোজনা প্রতিষ্ঠান জিৎ ফিল্ম ওয়ার্কস প্রাইভেট লিমিটেড। এতে জিৎ ছাড়াও অভিনয় করেছেন জিতু কমল। ছবিটি নির্মাণ করেছেন বাংলাদেশের পরিচালক সঞ্জয় সমদ্দার। জানানো হয়েছে সিনেমাটির মুক্তি আগামী শুক্রবার (২৪ নভেম্বর)।