শত শত মানুষ ভিড় জমিয়েছেন। আশেপাশের সব রাস্তা বন্ধ। দাঁড়িয়ে আছে রাস্তার সব গাড়ি। আগত মানুষের উচ্ছ্বাসে মুখরিত পুরো এলাকা। কেউ উল্লাস করছেন, কেউ চিৎকার করছেন। একটি ভবনের বারান্দায় দাঁড়ানো সেই ভাইরাল মোনালিসা। এক পর্যায়ে সবার উদ্দেশ্যে মোনালিসা বলেন—“আপনাদের সঙ্গে দেখা করে খুব ভালো লাগছে।” সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে এমন দৃশ্য দেখা যায়।
চলতি বছরের শুরুতে ভারতের উত্তরপ্রদেশের প্রয়াগরাজে ১৪৪ বছর পর অনুষ্ঠিত হয় মহাকুম্ভ মেলা। এ মেলায় ফুল বিক্রি করতে গিয়ে নেট দুনিয়ায় ভাইরাল হন ষোড়শী মোনালিসা ভোসলে। ভাইরাল সেই মোনালিসা অভিনয় করছেন বলিউড সিনেমায়। মধ্যপ্রদেশে তার অভিষেক সিনেমার শুটিং চলছে। এ খবর পেয়ে ভিড় করেন অসংখ্য মানুষ।
‘দ্য ডায়েরি অব মণিপুর’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হবে মোনালিসার। সিনেমাটির লেখক-পরিচালক সনোজ মিশ্রা। এর আগে এই পরিচালক নির্মাণ করেন ‘দ্য ডায়েরি অব ওয়েস্ট বেঙ্গল’-এর মতো আলোচিত সিনেমা। এই নির্মাতা মোনালিসার বাড়িতে গিয়ে তার পরিবারের সঙ্গে আলোচনা করেন এবং সিনেমায় অভিনয়ের প্রস্তাব দেন। তারপর সম্মতি দিলে মোনালিসাকে নিয়ে নতুন সিনেমার যাত্রা শুরু করেন নির্মাতা।
দীর্ঘ দিন উত্তরপ্রদেশের নর্মদা নদীর তীরে কিলা ঘাটে ফুল ও মালা বিক্রি করছেন মোনালিসা। কুম্ভ মেলায় রুদ্রাক্ষের মালা বিক্রি করার সময়ে একজন কনটেন্ট ক্রিয়েটরের নজরে পড়েন। মেয়েটির ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পর দ্রুত তা ছড়িয়ে পড়ে। মোনালিসার আকর্ষণীয় চেহারা, বিশেষ করে তার চোখ, তাকে ইন্টারনেট সেনসেশন করে তোলে।
অন্তর্জালে জনপ্রিয় হয়ে উঠার পর মোনালিসার ব্যবসায় দারুণ প্রভাব পড়ে। কারণ মানুষজন ফুল কেনার পরিবর্তে তার সঙ্গে সেলফি তুলতে ভিড় করতে শুরু করেন। এ নিয়ে বিশৃঙ্খলাও তৈরি হয়। পরে বাধ্য হয়ে মহাকুম্ভ মেলা থেকে মহেশ্বরে তার নিজ বাড়িতে ফিরে যান মোনালিসা।
মহাকুম্ভ মেলা থেকে ভাইরাল মোনালিসা আগেই জানিয়েছিলেন, তার ইচ্ছা ছিল অভিনেত্রী হওয়ার। তেমন সুযোগ পেলে আর পরিবারের সম্মতি পেলে অবশ্যই তিনি তার স্বপ্নপূরণ করবেন। অবশেষে মোনালিসার সুপ্ত স্বপ্নপূরণ হতে যাচ্ছে।
কীবোর্ড A, B, C নয়, Q, W, E দিয়ে কেন শুরু হয়? রইল অবাক করা তথ্য
বলিউডে অভিষেক হওয়ার আগেই একটি গানের মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন মোনালিসা ভোসলে। গানটিতে কণ্ঠ দিয়েছেন উৎকর্ষ সিং। গাওয়ার পাশাপাশি মোনালিসার সঙ্গে মডেলও হয়েছেন তিনি। এরই মধ্যে গানটির ভিউ দাঁড়িয়েছে ৭৪ লাখের বেশি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।