ভাইরাল ধাঁধা: লুকিয়ে থাকা ৭টি সংখ্যা খুঁজে বের করুন!

Optical Illusion

জুমবাংলা ডেস্ক : সামাজিক মাধ্যমে মাঝে মাঝেই এমন কিছু ধাঁধা আসে, যা সমাধান করতে গিয়ে হিমশিম খান অনেকেই। এবার ঠিক তেমনই এক চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে একটি চক্রাকার ধাঁধা, যেখানে লুকিয়ে আছে ৭টি সংখ্যা!

Optical Illusion

ধাঁধাটি কী?

১৬ ফেব্রুয়ারি এক্স (সাবেক টুইটার)-এ বেন ও ওয়াইন নামের এক ব্যক্তি ধাঁধাটি শেয়ার করেন। এতে ধূসর ব্যাকগ্রাউন্ডের ওপর কালো দাগ দিয়ে একটি চক্রাকার ছবি আঁকা হয়েছে। সেই ছবির মধ্যেই লুকিয়ে আছে কিছু সংখ্যা, যা খুঁজে বের করাই আসল চ্যালেঞ্জ!

নেটিজেনদের প্রতিক্রিয়া

এই ধাঁধা সমাধান করতে গিয়েই বিভ্রান্ত হয়েছেন ফরাসি লেখক ফিলিপ আওক্লেয়ার থেকে শুরু করে খ্যাতনামা সাঁতারু শ্যারন ডেভিস। সাধারণ নেটিজেনরাও নিজেদের মতো করে অনুমান করছেন। কেউ বলছেন সংখ্যাটি ৫২৮, কেউ বলছেন ৪৫২৮৩—কিন্তু আসল উত্তর এসবের কোনোটি নয়!

সঠিক উত্তর কী?

সঠিক সংখ্যা হলো ৩৪৫২৮৩৯। এই ধাঁধাটি আসলে চোখের কন্ট্রাস্ট সেনসিটিভিটি বা রঙের পার্থক্য বোঝার ক্ষমতা যাচাইয়ের জন্য ব্যবহার করা হয়। যারা পুরো সংখ্যাটি দেখতে পেয়েছেন, তাদের এই ক্ষমতা বেশ ভালো!

Android 15 Update: সতর্ক থাকুন Motorola ব্যবহারকারীরা!

আপনিও কি এই ধাঁধার সমাধান করতে পেরেছেন? আপনার উত্তর কী? 🤔