জুমবাংলা ডেস্ক : সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনীর কিছু সদস্য ও কয়েকজন তরুণ-তরুণীর বাক্য বিনিময়ের একটি ভিডিও সামাজিক মাধ্যমে প্রচার হচ্ছে। যেখানে ওই ভিডিওতে দেখা যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উত্তেজিত এক শিক্ষার্থীর অশোভনীয় আচরণের বিপরীতে এক সেনা কর্মকর্তার চরম ধৈর্য্য, সহ্য, শান্ত ও নম্র স্বভাবের কথপোকথন।
ওই ভিডিওটি সেনাবাহিনীর প্রতি মানুষের আরও আস্থা, বিশ্বাস, নির্ভরতা ও ভালোবাসা জন্ম দিয়েছে। যে ভিডিও সবার জন্য শিক্ষণীয়। কঠিন এবং উত্তপ্ত পরিস্থিতেও মেজাজ না হারানোর উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন হয়েছে সেখানে।
প্রথম ধাপে যেসব পণ্যের দাম কমবে, জানালেন প্রাণিসম্পদ উপদেষ্টা
আজ রবিবার উত্তেজিত শিক্ষার্থীদের সাথে শান্ত ও ভদ্র ব্যবহার করা সেই তরুণ সেনা অধিনায়ক আশিক ওই ঘটনার পুরস্কার পেয়েছেন। তাকে ডেকে প্রশংসা করেছেন সেনাবাহিনী প্রধান লেফট্যানেন্ট জেনারেল ওয়াকার উজ জামান।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel