ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন বিদ্যা সিনহা মিম

mim

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার নায়িকা বিদ্যা সিনহা মিম। এক অনুষ্ঠানে অনাকাঙ্ক্ষিত ঘটনায় আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন তিনি। সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এ ভিডিও পোস্ট করে একটি গোষ্ঠী দাবি করছে— পার্লার উদ্বোধন করতে গিয়ে উগ্রবাদীদের রোষানলে মিম। কিন্তু এ তথ্য সঠিক নয় বলে জানিয়েছেন ‘আমার আছে জল’খ্যাত এই অভিনেত্রী।

mim

এ বিষয়ে বিদ্যা সিনহা মিম বলেন, ‘বেশ কিছুদিন ধরে ভিডিওটি ফেসবুকে ছড়িয়েছে। এ নিয়ে অনেকেই ভুল বার্তা ছড়াচ্ছেন। বলছেন আমি মবের শিকার। আমাকে উদ্বোধনে বাধা দেওয়া হয়েছে। আসলে তেমন কোনো কিছু আমার সঙ্গে ঘটেনি। সব জায়গায়তেই ভক্তদের ভালোবাসা পেয়েছি। দুই মাস আগে একটি জুয়েলারির শোরুম উদ্বোধন করতে গিয়ে ভয়ে আতঙ্কিত হয়েছিলাম, সেই ভিডিও এটি।’

ভয় কেন পেয়েছিলেন? এ প্রশ্নের জবাবে বিদ্যা সিনহা মিম বলেন, ‘জুয়েলারি শোরুম উদ্বোধন করতে গিয়ে হঠাৎ করেই জোরে শব্দ হয়, সঙ্গে ধোঁয়া। তখন মনে করেছিলাম, আগুন ধরে গেছে। মূলত, একটি ক্যামেরা কোনো কারণে বিস্ফোরিত হয়। সেখান থেকেই আগুন লাগার গুজব, অনেকেই ভয় পান। কিন্তু আমার কোনো ক্ষতি হয়নি। বরং এ ঘটনা যেভাবে বিভিন্ন সময় জোড়াতালি দিয়ে সামনে আসছে, সেটা বিব্রত করছে।’

ভাড়ায় পাওয়া যাবে সুন্দরী প্রেমিকা, খরচও অনেক কম

ফেসবুক থেকে অর্থ আয়ের জন্য একটা শ্রেণির মানুষ গুজব ছড়াচ্ছে। এ দাবি করে বিদ্যা সিনহা মিম বলেন, ‘একশ্রেণির মানুষ পুরোনো ভিডিও ছড়িয়ে গুজব তৈরি করেছে। ফেসবুকে এখন ভিডিও পোস্ট করলে অর্থ পাওয়া যায়। এ কারণে একই ভিডিও বিভিন্ন শিরোনামে ছাড়া হচ্ছে, যা অনেককেই অস্বস্তিতে ফেলছে। জাস্টিফাই না করে কোনো ভিডিও পোস্ট না করাই উচিত।’