খাবার ভেবে সাপের দিকে ঝাঁপ দিলো মাছ, প্রাণ বাঁচাল দুই বন্ধু!

জুমবাংলা ডেস্ক : ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, পুকুরলাগোয়া একটি গাছের শাখা জলের একটু উপরেই রয়েছে। আর সেই শাখার একদম ডগায় মাথা উঁচিয়ে বসে রয়েছে একটি সবুজ লাউডগা সাপ।

Fish

খাদ্য ভেবে সাপের শিকার করতে গিয়েছিল মাছ। নিজেই শিকার হয়ে যাচ্ছিল আর একটু হলে! শেষমেশ রক্ষা করতে এগিয়ে এল দুই ‘বন্ধু’। এক লাফে মাছটিকে টেনে আবার জলে নিয়ে গেল অন্য দু’টি মাছ। সেই ঘটনারই একটি ভিডিও সম্প্রতি প্রকাশ্যে এসেছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে ভিডিওটি। ঘটনাটি কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে তা-ও ওই ভিডিও থেকে স্পষ্ট নয়।

ভাইরাল সেই ভিডিওতে দেখা গিয়েছে, পুকুররের লাগোয়া একটি গাছের শাখা জলের একটু উপরেই রয়েছে। আর সেই শাখার একদম ডগায় মাথা উঁচিয়ে বসে রয়েছে একটি সবুজ লাউডগা সাপ। হঠাৎ জলের নীচে থেকে লাফ মেরে সাপের মাথা মুখে করে চেপে ধরে একটি মাঝারি মাপের মাছ।

কিন্তু সাপটিও পাল্টা মাছের মুখ কামড়ে ধরে। অনেক চেষ্টা করেও সাপের কামড় থেকে নিজেকে মুক্ত করতে পারে না মাছটি। ছটফট করতে থাকে শূন্যে ঝুলেই। এমন সময় অন্য দু’টি মাছ একসঙ্গে থেকে জলের নীচে থেকে লাফিয়ে উঠে আসে। সাপের মুখ থেকে টেনে নিয়ে আসে বন্ধু মাছটিকে। সেই ভিডিও প্রকাশ্যে এসেছে।

Infinix Note 40X 5G: ১০৮ মেগাপিক্সেল ক্যামেরাসহ বাজার কাঁপাচ্ছে এই স্মার্টফোন

গত ১৮ নভেম্বর ‘দ্য ফিগেন’ নামের এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা ভিডিওটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। দেড় কোটি বারের বেশি দেখা হয়েছে সেই ভিডিও। লাইক-কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিওটি দেখে অনেকে অনেক রকম প্রতিক্রিয়া জানিয়েছেন। মজার মজার মন্তব্যও করেছেন অনেকে। ভিডিওটি দেখে এক নেটাগরিক লিখেছেন, ‘‘এই না হলে বন্ধু! মাছটির কপাল ভাল ছিল।’’