আন্তর্জাতিক ডেস্ক : সাম্প্রতিককালে সামাজিক মাধ্যমে এক আশ্চর্যজনক ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা গেছে এক বিষধর সাপ ও একটি বিড়ালের মধ্যে অদ্ভুত লড়াই।
প্রথমে সাপটি রাস্তা পার হতে চাচ্ছিল, কিন্তু হঠাৎ একটি বিড়াল এসে বাধা দেয়। থাবা দিয়ে বারবার সাপটিকে থামানোর চেষ্টা করে বিড়ালটি, আর এতে বিরক্ত হয়ে যায় সাপটি।
নাটকীয় সংঘর্ষের মোড় ঘুরে গেল
বেশ কয়েকবার বিড়ালের বাধায় সাপটি ক্ষিপ্ত হয়ে ওঠে এবং বিড়ালের দিকে তেড়ে যায়। দু’জনেই নিজেদের রক্ষা করতে কিছুক্ষণ সংঘর্ষ চালিয়ে যায়। কিন্তু তারপরই ঘটে চমকপ্রদ ঘটনা! যুদ্ধ থেমে যায়, এবং দু’জনেই কিছুটা দূরে গিয়ে নিজেদের মতো বসে পড়ে। কিছুক্ষণ পর সাপটি ফিরে আসে, এবং বিড়ালের কাছাকাছি গিয়ে ফণা তুলে শান্তভাবে বসে পড়ে। যেন এক অদ্ভুত ‘যুদ্ধবিরতি চুক্তি’ হয়েছে তাদের মধ্যে!
নেটিজেনদের বিস্ময়
এই আশ্চর্যজনক মুহূর্তটি স্থানীয় একটি বাড়ি থেকে ক্যামেরাবন্দি করা হয়। ভিডিওটি রেডিটের ‘নোট্টাট নাইট’ হ্যান্ডলে শেয়ার করা হলে দ্রুত ভাইরাল হয়ে যায়। হাজারো লাইক ও মন্তব্য পড়েছে ভিডিওটিতে। এক ব্যবহারকারী মজা করে লিখেছেন, “এ কেমন লড়াই! বিশ্বাসই হচ্ছে না। যুদ্ধ করতে করতে দু’জনেই বিশ্রাম নিচ্ছে। তবে কি সত্যিই যুদ্ধবিরতি চুক্তি হয়ে গেল?”
ভিডিওটি এখনো ভাইরাল রয়েছে এবং মানুষের মাঝে কৌতূহলের সৃষ্টি করছে। সাপ ও বিড়ালের এই অদ্ভুত মিথস্ক্রিয়া দেখে অনেকেই অবাক!
আপনার মতামত কী? এমন দৃশ্য আগে কখনো দেখেছেন?
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।